শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২০ রজব ১৪৪৭


মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

রাজবাড়ীতে তাবাচ্ছুম খান ইভানা (১৮) নামের এক মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মায়ের ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভবানিপুর নতুনপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম খানের বাড়ির দোতলার শয়নকক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত তাবাচ্ছুম খান ইভানা রাজবাড়ী পৌরসভার ভবানিপুর নতুনপাড়া ড্রাই আইস ফ্যাক্টরি এলাকার কে এম ইলিয়াছের মেয়ে। তিনি জেলা কারাগারের সামনে অবস্থিত জান্নাতুল ফেরদাউস মহিলা মাদরাসায় লেখাপড়া করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইভানা তার দাদাবাড়িতে থাকতেন। গতকাল (২৫ আগস্ট) রাত ১১টা থেকে আজ সকাল ৭টার মধ্যে যেকোনো সময় তিনি নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

এ ঘটনায় ইভানার দাদা খোরশেদ আলম খান বলেন, সকালে নাতনির দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোনো সাড়া পাইনি। পরে পাশের বিল্ডিংয়ের ছাদ থেকে জানালা দিয়ে দেখি, সে ফ্যানের সঙ্গে ঝুলছে। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।

এমএইচ


সম্পর্কিত খবর