শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

মুশতাক গাজীনগরী হত্যার বিচারের দাবিতে মৌলভীবাজারে জমিয়তের মানববন্ধন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মুস্তাকিম আল মুনতাজ (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

সুনামগঞ্জ জেলা জমিয়তের সহসভাপতি ও কেন্দ্রীয় সদস্য মাওলানা মুশতাক গাজীনগরীকে গুম করে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে জেলা জমিয়তের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জমিয়তের সভাপতি মাওলানা জামিল আহমদ আনসারী এবং সঞ্চালনা করেন জেলার প্রচার সম্পাদক মাওলানা মাহদী হাসান কামাল।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আশরাফুল হক, সহসাধারণ সম্পাদক মুফতি শিহাব উদ্দীন, শহর শাখা জমিয়তের মাওলানা আব্দুর রহমান, জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আব্দুস সালাম, শ্রীমঙ্গল উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আহমদ জুবায়ের জুয়েল, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, কুলাউড়া উপজেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফেজ আক্তারুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীকে গুম করে হত্যার ঘটনা দেশের জন্য লজ্জাজনক। অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও অন্তবর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

প্রতিবাদ সমাবেশ শেষে প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বেরীর পয়েন্ট পর্যন্ত গিয়ে শেষ হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ