শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

সংবাদ বস্তুনিষ্ঠ না হলে রাষ্ট্র স্বৈরাচারে ধাবিত হয়: মাওলানা মুহছেন শরীফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ব্যতীত রাষ্ট্র গণতান্ত্রিক পথে না থেকে স্বৈরাচারের দিকে ধাবিত হয়, এমন মন্তব্য করেছেন রামু ওলামা পরিষদের সভাপতি ও রাজারকুল আজিজুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মুহছেন শরীফ।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলা হিমছড়ি সম্মেলন কক্ষে রামু প্রেসক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম. আবদুল্লাহ মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাবেক সভাপতি খালেদ শহীদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের প্রচার সম্পাদক হাফেজ আবুল মনজুর।

রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শোয়েব সাইদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, লেখক ও সুধীজন গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মুহছেন শরীফ বলেন, সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেশা। এর মর্যাদা বোঝাতে আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে কলমের শপথ নিয়েছেন এবং সংবাদ প্রচারের আগে সত্যতা যাচাই করার নির্দেশ দিয়েছেন। সাংবাদিকতা দেশ ও জাতির দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই স্বাধীন ও নিরপেক্ষ থেকে সাহসিকতার সঙ্গে দল-মতের ঊর্ধ্বে উঠে সমাজ ও রাষ্ট্রের অনিয়ম, অসঙ্গতি, দুর্নীতি ও দুঃশাসনের চিত্র জাতির সামনে তুলে ধরতে হবে। তা না হলে সরকার স্বৈরাচারে পরিণত হয় এবং প্রশাসন ও সরকারি কর্মকর্তারা জবাবদিহিতার বাইরে চলে অনেকে দানবে পরিণত হয় ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ