সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পরিবর্তে সংগীত শিক্ষক নিয়োগের প্রতিবাদ এবং সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ময়মনসিংহের বৃহৎ ধর্মীয় সংগঠন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী।
আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাদ জোহর ময়মনসিংহের টাউন হল চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
ইত্তেফাকুল উলামার প্রকাশনা ও সাহিত্য সম্পাদক মাওলানা আমীর ইবনে আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিধিমালায় শারীরিক শিক্ষা ও সংগীত বিষয়ে সহকারী শিক্ষক পদ থাকার কথা বলা হয়েছে। ৮০ শতাংশ নারী ও পোষ্য কোটা বাতিল করে গত ২৮ আগস্ট বিধিমালা প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এর আগে ২০২৪ সালের ৯ ডিসেম্বর রাজধানী ঢাকায় এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন বিষয়ে শিক্ষক নিয়োগে সরকারের উদ্যোগ নেওয়ারে কথা বলেছিলেন, যার মধ্যে সংগীতও রয়েছে।
এদিকে সরকারের এই সিদ্ধান্তে হেফাজতে ইসলামসহ ইসলামি রাজনৈতিক দলগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তারা সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে। না হলে কঠোর কর্মসূচি ঘোষণা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এমএইচ/