শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

নান্দাইলে দিনদুপুরে ডাকাতি, মারধরে গুরুতর আহত ১ 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নান্দাইল উপজেলায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৭টার দিকে এক প্রবীণ ব্যক্তির ওপর ডাকাতি ও মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটে চৌরাস্তা-টু-কেন্দুয়া সড়কের সাহেদ আমিনের বাড়ির সামনে, যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

পরিবারের সূত্রে জানা যায়, ভুক্তভোগী প্রবীণ ব্যক্তি সকালবেলা রাস্তায় চলাচল করার সময় একদল ডাকাত তার পথরোধ করে। ডাকাতরা তাকে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা-পয়সা ছিনিয়ে নেয় এবং এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনায় গুরুতর আহত প্রবীণ ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর হাত ও পায়ে আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

এ ঘটনার পর স্থানীয় জনগণ এবং এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁরা নান্দাইল থানার পুলিশকে ডাকাতদের দ্রুত গ্রেপ্তার এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন। স্থানীয়রা বলেন, “এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে, তাই পুলিশ দ্রুত ব্যবস্থা নিক।”

নান্দাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। পুলিশ কর্মকর্তারা জানান, অভিযুক্তদের শনাক্তকরণের জন্য বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চলছে এবং আটককারী দল গঠন করা হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ