বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭

শিরোনাম :
পাক সেনাবাহিনীকে দায়িত্বশীল ও পরিমিত ভাষা ব্যবহারের আহ্বান জানাল আফগানিস্তান ইত্তিহাদুল উলামা বাড্ডার উদ্যোগে ঐতিহাসিক সীরাত মাহফিল ৯ জানুয়ারি আফগানিস্তানের সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ তুর্কি কোম্পানিগুলোর  শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের খতমে বুখারী ও দোয়া মাহফিল ১২ জানুয়ারি শীতে কেন উপকারী খেজুর গুড় জকসু নির্বাচনে চার কেন্দ্রের শীর্ষ তিন পদে এগিয়ে শিবির জেলা দায়িত্বশীলদের প্রতি জমিয়তের একগুচ্ছ নির্দেশনা ‘জামায়াত আমিরের বক্তব্য অজ্ঞতার শামিল, তওবা করা উচিত’ গণভোটের প্রচারে যুক্ত করা হচ্ছে ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে  বাংলাদেশি সন্দেহে ভারতে ৮ মুসলিমকে মারধর

বক্তাবলী ইউনিয়নে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদের গণসংযোগ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস আহমদ আজ (শুক্রবার) বিকালে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। তিনি নেতাকর্মীদের নিয়ে বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর, রাজানগরসহ আশেপাশের এলাকাতে দেওয়াল ঘড়ি মার্কার প্রচারণা চালান।

গণসংযোগকালে ইলিয়াস আহমদ ও তার সঙ্গীরা দেওয়াল ঘড়ি মার্কার প্ল্যাকার্ড হাতে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি বলেন, "আমরা জনগণের সেবা করতে চাই, এবং একমাত্র ইসলামী আদর্শে বিশ্বাসী সরকারই দেশের প্রকৃত উন্নতি করতে পারে।"

এসময় এমপি প্রার্থী ইলিয়াস আহমদের সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মুনঈম, আব্দুল করীম মিন্টু, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, মুফতী সালীম হুসাইন, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

গণসংযোগকালে প্রার্থী ও তার নেতাকর্মীরা জনগণের কাছে ন্যায় ও ইনসাফ ভিত্তিক উন্নয়ন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা এবং ইসলামী আদর্শে প্রতিষ্ঠিত সমাজের গুরুত্ব তুলে ধরেন।

এতে স্থানীয় ভোটাররা সাড়া দিয়ে ইলিয়াস আহমদকে সমর্থন জানান এবং আগামী নির্বাচনে তার পক্ষে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।

এছাড়া, সামাজিক উন্নয়ন, ধর্মীয় শিক্ষা, এবং যুবকদের সঠিক পথে পরিচালিত করার জন্য ইসলামী আন্দোলনের মূলনীতি বাস্তবায়নে তাদের অবস্থান স্পষ্ট করেছেন এমপি প্রার্থী।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ