বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭

শিরোনাম :
পাক সেনাবাহিনীকে দায়িত্বশীল ও পরিমিত ভাষা ব্যবহারের আহ্বান জানাল আফগানিস্তান ইত্তিহাদুল উলামা বাড্ডার উদ্যোগে ঐতিহাসিক সীরাত মাহফিল ৯ জানুয়ারি আফগানিস্তানের সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ তুর্কি কোম্পানিগুলোর  শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের খতমে বুখারী ও দোয়া মাহফিল ১২ জানুয়ারি শীতে কেন উপকারী খেজুর গুড় জকসু নির্বাচনে চার কেন্দ্রের শীর্ষ তিন পদে এগিয়ে শিবির জেলা দায়িত্বশীলদের প্রতি জমিয়তের একগুচ্ছ নির্দেশনা ‘জামায়াত আমিরের বক্তব্য অজ্ঞতার শামিল, তওবা করা উচিত’ গণভোটের প্রচারে যুক্ত করা হচ্ছে ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে  বাংলাদেশি সন্দেহে ভারতে ৮ মুসলিমকে মারধর

মুফতি হাফেজ আহমদুল্লাহর জানাজা নিয়ে জামিয়া পটিয়ার জরুরি নির্দেশনা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া পটিয়ার শাইখুল হাদিস, প্রধান মুফতি ও সদরুল মুহতামিম প্রবীণ আলেম মুফতি হাফেজ আহমদুল্লাহ ইন্তেকাল করেছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) ভোর সাতটার দিকে চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর নামাজে জানাজা সম্পর্কে জামিয়া ইসলামিয়া পটিয়া কর্তৃপক্ষ জরুরি নির্দেশনা দিয়েছে। 

পটিয়া মাদরাসার ফেসবুক পেইজে দেওয়া জরুরি নির্দেশনায় বলা হয়-
আপনারা ইতোমধ্যেই অবগত আছেন যে, জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম-এর শাইখুল হাদিস ও প্রধান মুফতি, ফকিহুন্নফস আল্লামা হাফেজ মুফতি আহমদুল্লাহ সাহেব হুজুর আজ ১৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, বাদ ফজর ইন্তেকাল করেছেন।

আজ রাত ৯টায় জামিয়া ইসলামিয়া পটিয়ার প্রাঙ্গণে হুজুরের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

  • জানাজায় আগত হজরতের শাগরেদ, ভক্ত, মুরিদান, খোলাফা এবং ধর্মপ্রাণ মুসলমান মেহমানদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে—
    দয়া করে আপনাদের নিজ নিজ গাড়ির পার্কিং পটিয়া কলেজ মাঠে করুন।
    কলেজ মাঠের গেইট খোলা রাখা হয়েছে।
    জামিয়ার ভেতরে গাড়ি রাখার কোনো সুযোগ নেই।

এছাড়া, নামাজে জানাজার পর জামিয়া ইসলামিয়া পটিয়ার দারুল ইফতা-য় হুজুরের সকল খোলাফা ও মুরিদানদের নিয়ে একটি জরুরি মাশওয়ারাহ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

অতএব, হুজুরের সকল খোলাফা ও মুরিদানদের যথাসময়ে উপস্থিত হয়ে মাশওয়ারায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ