বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭


লিবিয়ায় বাংলাদেশের হাফেজ আনাছের বিশ্বজয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লিবিয়ায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ আনাছ তৃতীয় স্থান অর্জন করেছেন। এর আগে তিনি সৌদি আরবে প্রথম স্থান অর্জন করেন করেছিলেন।

হাফেজ আনাছ শায়খ নেছার আহমদ আন-নাছিরী প্রতিষ্ঠিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র প্রধান শাখা যাত্রাবাড়ী (৩০৬ দনিয়া কলেজের পশ্চিমে কাজলা ফুটওভারব্রিজ সংলগ্ন) ঢাকার ছাত্র।

তার গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়ার সরাইল থানার লুপাড়া গ্রামে। তিনি হাফেজ মাওলানা আতিকুর রহমানের ছেলে।

লিবিয়ার এই বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে লিবিয়া, দ্বিতীয় হয়েছে ঘেনিয়া, তৃতীয় বাংলাদেশ, চতুর্থ ইয়েমেন এবং পঞ্চম জার্মানির হাফেজ।

১৩তম লিবিয়া আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ এর আসরে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কর্তৃক মনোনীত প্রতিযোগী ছিলেন হাফেজ আনাস বিন আতিক।

নিজ ছাত্রের এই কৃতিত্ব প্রসঙ্গে হাফেজ নেছার আহমদ আন-নাছিরী আওয়ার ইসলামকে বলেন, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের শোকর আদায় করছি। এটা শুধু হাফেজ আনাছের কৃতিত্ব নয়, সে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে বিশ্ব দরবারে। আমার ছাত্ররা এভাবে বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ আরও উজ্জ্বল করুক সেই দোয়া আমি করি। আর হাফেজ আনাছের সর্বাত্মক সাফল্য কামনা করছি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ