মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


বেফাকের পরিদর্শক মাওলানা আতীকুর রহমানের বাবার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদরাসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র পরিদর্শক মাওলানা আতীকুর রহমানের বাবা আব্দুল হেকিম ভুইয়া (৭৪) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত ৭.৪৫ মিনিটের দিকে হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন।

গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তারাইল থানায় দড়িজাহাঙ্গীপুর তিনি বসবাস করতেন। তিনি কৃষিকাজের পাশাপাশি দাওয়াতে তাবলিগের মেহনতে নিজের জীবন অতিবাহিত করেছেন।

মাওলানা আতীকুর রহমান আওয়ার ইসলামকে জানান, তার বাবা অনেক দিন ধরে শ্বাস কষ্টজনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে চার ছেলে, পাঁচ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

বুধবার (২৯ ডিসেম্বর) কিশোরগঞ্জের তারাইল থানায় দড়িজাহাঙ্গীপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মাগফেরাত কামনা করেছেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক, জামিয়াতুস সালাম মদিনাবাগ মাদরাসার মুহতামিম মুফতি হুমায়ুন আইয়ুব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ