রবিবার, ১০ আগস্ট ২০২৫ ।। ২৬ শ্রাবণ ১৪৩২ ।। ১৬ সফর ১৪৪৭

শিরোনাম :
প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি : তারেক রহমান দারুল উলুম দেওবন্দে নবীজির স্মৃতিধন্য রুমাল এ বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়াল ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবনে রাজনীতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন ‘এই মুহূর্তে নির্বাচন হলে ফ্যাসিবাদের দোসররা পুনর্বাসিত হবে’ সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছেন ধর্ম উপদেষ্টা  দোহার উপজেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্যের কোনো বিকল্প নেই: ইবনে শাইখুল হাদিস গাজায় একদিনে অনাহারে আরও ৫ ফিলিস্তিনির মৃত্যু, মোট ২১৭ দারুননাজাত একাডেমিতে ফার্স্ট ইংলিশ কার্নিভাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

ঐতিহাসিক পাগলা মসজিদে হবে ১০ তলা দৃষ্টিনন্দন ভবন: ধর্ম উপদেষ্টা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদকে আধুনিক তুরস্কের আদলে দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্সে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রবিবার (১০ আগস্ট) বেলা ১১টায় পাগলা মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, দ্রুতই ১০ তলা ভবনের নির্মাণকাজ শুরু হবে এবং বহুমুখী ধর্মীয় ও সামাজিক কার্যক্রম এখানে সম্পাদিত হবে।

তিনি আশা প্রকাশ করেন, অন্তবর্তীকালীন সরকারের মেয়াদে নির্বাচনের আগে নিজেই এসে এই মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর আগে সকালে তিনি সদর উপজেলার মারিয়া ইউনিয়নের মোল্লাপাড়ায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রও পরিদর্শন করেন।

মাজার ও মসজিদে হামলার প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এসব ঘটনার রিপোর্ট আছে এবং মামলা ও গ্রেপ্তারও হয়েছে। নিরাপত্তা জোরদারে মসজিদ ও মাজার কর্তৃপক্ষকে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আহ্বান জানান তিনি। পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানের সুরক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

পাগলা মসজিদের আর্থিক তহবিল প্রসঙ্গে তিনি জানান, মসজিদের ৯০ কোটি ৬৪ লাখ টাকা ১৩টি ব্যাংকে এফডিআর হিসেবে রাখা আছে, যার লভ্যাংশ গরিব, অনাথ ও অসহায় মানুষের জন্য ব্যয় করা হয়। ইতোমধ্যে প্রায় ৮০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এবার তিনি প্রস্তাব দিয়েছেন, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা, পোশাক ও অন্যান্য সহায়তায়ও এই অর্থ ব্যবহার করা হবে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার ইমরানুল ইসলাম, আল জামিয়াতুল ইমদাদিয়ার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদসহ পাগলা মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে দুপুরে তিনি আল জামিয়াতুল ইমদাদিয়া আয়োজিত ‘ইসলামী অর্থনীতির গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ