গাজীপুরের জহিরুল উলুম মহিলা মাদরাসার ১৪৪৬-৪৭ হিজরি শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রবিবার (১০ আগস্ট) সকাল ৯টায় শুরু হওয়া এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে মাদরাসা চত্বর মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার মুহতামিম মুফতি উবায়দুল হক খান। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা ও মুতাওয়াল্লি আলহাজ জহিরুল ইসলাম, যিনি প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ও শিক্ষার্থীদের সাফল্যে নিজের স্বপ্ন ও ভালোবাসার কথা তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার উপদেষ্টা আলহাজ আলাল উদ্দিন ও আলহাজ আব্দুল আজিজ মিয়া। প্রধান আলোচক মাওলানা মাসউদুর রহমান শেখ শিক্ষার্থীদের জীবনে শৃঙ্খলা, অধ্যবসায় ও শিক্ষক-অভিভাবকের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; এটি জীবনের প্রতিটি পদক্ষেপে আলোর দিশা জাগায়।”
বিশেষ আলোচনায় মুফতি আব্দুর রাজ্জাক ও মুফতি শামীম হোসাইন নৈতিকতা ও অব্যাহত শিখনের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। তারা শিক্ষার্থীদের আত্মমূল্যায়নের আহ্বান জানিয়ে বলেন, “প্রকৃত শিক্ষা হলো জীবনের শেষ দিন পর্যন্ত শেখার যাত্রা।”
অনুষ্ঠানে প্রতি জামাতের সেরা তিনজন শিক্ষার্থীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার গ্রহণের সময় শিক্ষার্থীদের চোখেমুখে ফুটে ওঠে সাফল্যের আনন্দ। মাদরাসা কর্তৃপক্ষ শিক্ষার মানোন্নয়নে পরিকল্পিত প্রশিক্ষণ ও অতিরিক্ত ক্লাস চালুর ঘোষণা দেন।
সমাপনী ভাষণে মুফতি উবায়দুল হক খান বলেন, “শিক্ষা জীবনের মূলধন, আর পরিশ্রম তার প্রকৃত রূপকার। লক্ষ্যপানে অবিচল থাকো, আল্লাহ তোমাদের সাফল্যমণ্ডিত করবেন।” এক আবেগঘন দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়, যেখানে সকলের জন্য কল্যাণ, উন্নতি ও আল্লাহর রহমত কামনা করা হয়।
এসএকে/