মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ।। ২৮ শ্রাবণ ১৪৩২ ।। ১৮ সফর ১৪৪৭

শিরোনাম :
জেদের বর্শবর্তী হয়ে প্রকৃতির ক্ষতি করছে পাথর খেকোরা: আলী হাসান ওসামা ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সংস্কার ও নতুন সংবিধান বাস্তবায়ন হবে না’ নোয়াখালীতে হেযবুত তওহীদ-এর কার্যক্রম বন্ধে স্মারকলিপি প্রদান  রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের আংশিক প্যানেল ঘোষণা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ চাপে থাকায় মালয়েশিয়ার ‘উদ্বেগ’ প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা মালয়েশিয়ানদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা পোপকে গাজার শিশুদের রক্ষার আহ্বান জানালেন মার্কিন গায়িকা ম্যাডোনা বিএনপির চেয়ে দ্বিগুণ আয়, ৫ গুণ বেশি ব্যয় জামায়াতের প্রথম বার ঢাকায় আসছেন সৌদি যুবরাজ

‘কুরআনের পাখি হাফিজগণ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এসএফবি কোরআন আলো কর্তৃক আয়োজিত সিলেট বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার ফাইনাল অডিশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৮ জানুয়ারি শনিবার রাতে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত হয়।

সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎস ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, বিশিষ্ট চুক্ষ বিশেষজ্ঞ ডাঃ মুহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরী, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মোঃ কাপ্তান হোসেন, মুফতি ফয়জুল হক জালালাবাদী।

সিলেট ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা হোসাইন আহমদ ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল আমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হিফজুল কোরআন প্রতিযোগিতার ফাইনাল অডিশনে প্রথম স্থান অধিকারকারী হাফিজ মোহাম্মদ তাহমিদ চৌধুরীকে নগদ ৩০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারকারী হাফিজ আদনান হোসাইন নাহিদ-কে নগদ ২০ হাজার টাকা,  তৃতীয় স্থান অধিকারী হাফিজ হাফিজ ওলী উল্লাহ আলিম-কে নগদ ১৫ হাজার টাকা, চতুর্থ স্থান অধিকারী নাসিম উদ্দিন কে নগদ ১০ হাজার টাকা ও পঞ্চম স্থান অধিকারী ইসমাইল আবিদকে নগদ ৫ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করেন অতিথিবৃন্দ সহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। এছাড়াও প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে ৪০তম স্থান অধিকারী প্রতিযোগিকে নগদ অর্থ, কোরআন শরীফ, সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, কুরআনের পাখি হাফিজগণ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী হয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। হাফিজদেরকে আরো সহযোগিতা ও প্রতিযোগিতার ব্যবস্থা করলে মেধা বিকাশের মাধ্যমে তারা আরো এগিয়ে যাবে।

বক্তারা আরো বলেন, যারা কুরআনের খেদমতে সম্পৃক্ত তাদের যথাযথ সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব। আল-কুরআন মানব জাতির পথ প্রদর্শক। তাই কুরআনের আলো দিয়ে অন্ধকারকে আলোকিত করার পাশাপাশি মহাগ্রন্থ আল-কুরআনের বাণী সর্বমহলে পৌছে দিতে হবে। সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান বক্তাগণ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ