মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ।। ২৮ শ্রাবণ ১৪৩২ ।। ১৮ সফর ১৪৪৭

শিরোনাম :
জেদের বর্শবর্তী হয়ে প্রকৃতির ক্ষতি করছে পাথর খেকোরা: আলী হাসান ওসামা ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সংস্কার ও নতুন সংবিধান বাস্তবায়ন হবে না’ নোয়াখালীতে হেযবুত তওহীদ-এর কার্যক্রম বন্ধে স্মারকলিপি প্রদান  রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের আংশিক প্যানেল ঘোষণা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ চাপে থাকায় মালয়েশিয়ার ‘উদ্বেগ’ প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা মালয়েশিয়ানদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা পোপকে গাজার শিশুদের রক্ষার আহ্বান জানালেন মার্কিন গায়িকা ম্যাডোনা বিএনপির চেয়ে দ্বিগুণ আয়, ৫ গুণ বেশি ব্যয় জামায়াতের প্রথম বার ঢাকায় আসছেন সৌদি যুবরাজ

ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে বিশেষ টাস্কফোর্স টিমের সদস্যরা দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছেন। এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৯হাজার টাকা জরিমানা করেছেন তারা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও কল্যাণপুর বাজারে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, বিশেষ টাস্কফোর্স টিমের সদস্যরা সদর উপজেলার গোয়ালন্দ মোড় বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে মেসার্স মহিউদ্দিন ট্রেডার্সকে ৫হাজার টাকা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অপরাধে সদর উপজেলা কল্যাণপুর বাজারের মেসার্স আরোগ্য নিকেতন স্টোরকে ৪হাজার টাকা জরিমানা করে।

রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রাকিবুল হাসান বলেন, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৯হাজার টাকা জরিমানা করেছেন তারা। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানসহ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সূর্য কুমার প্রামাণিক ও এএসআই মোঃ রুহুল আমিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ