বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ ।। ২৯ শ্রাবণ ১৪৩২ ।। ২০ সফর ১৪৪৭

শিরোনাম :
সমকামী এক্টিভিস্ট কর্তৃক দুই শিক্ষককে হত্যার হুমকির তীব্র নিন্দা  গাজা গণহত্যায় যুক্তরাষ্ট্রের ভূমিকা সবচেয়ে বেশি: আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট গণঅভ্যুত্থানে অগ্রভাগে ছিল মাদ্রাসা শিক্ষার্থীরা: ধর্ম উপদেষ্টা আ.লীগকে নির্বাচনে ফেরাতে চাইলে আবারও ‘অভ্যুত্থান’ হবে গণঅভ্যুত্থান ছাড়া ফ্যাসিবাদ সরানো যায় না: মাহমুদুর রহমান আওয়ার ইসলামের উদ্যোগে সিরাতুন্নবী সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, লক্ষাধিক টাকার পুরস্কার মা-বাবা ও উসতাদের সম্মানে দাঁড়ানো কি জায়েয? রাজধানীতে আবারও শক্তির জানান দিলো জামায়াত ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের সুখবর দিলেন সচিব জুলাই ঘোষণাপত্রের আলোকেই নির্বাচন দিতে হবে: জামায়াত নায়েবে আমির

‘আগামী প্রজন্মকে সুন্দর শিক্ষা দিতে হলে শিক্ষকদের আন্তরিক হতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন (বিএমএ) পল্লবী থানার সভাপতি মুফতী আতাউল্লাহ বলেছেন, আগামী প্রজন্মকে সুন্দর শিক্ষা দিয়ে আলোকিত সমাজ গড়তে হলে শিক্ষক সমাজকে আরও আন্তরিক ও সতর্ক হতে হবে।

শুক্রবার (২৭ জুন) বাদ মাগরিব রাজধানীর মোহাম্মাদিয়া ইসলামিয়া মাদরাসায় বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন পল্লবী থানার উদ্যোগে আয়োজিত শিক্ষক প্রশিক্ষণ ও ইসলাহী মজলিসে তিনি এসব কথা বলেন।

মুফতী আতাউল্লাহ বলেন, “আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে ইসলামের কাজ এগিয়ে নিতে হবে। শিক্ষকদের সচেতন থাকতে হবে যেন ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারে। আর এজন্য চাই কঠোর পরিশ্রম ও নিষ্ঠা। প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে, কারণ হাশরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবেন।”

তিনি আরও বলেন, রাসূল (সা.) বলেছেন, প্রত্যেকেই অভিভাবক। শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের অভিভাবক। অভিভাবকরা যদি দায়িত্বশীল হন, তাহলে ছাত্র-ছাত্রীরাও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং দেশকে বিশ্বের দরবারে সম্মানের জায়গায় তুলে ধরতে পারবে, ইনশাল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মুফতী আবু ইউসুফ মিয়াজী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি হিফজুর রহমান।

সভাপতিত্ব করেন বিএমএ পল্লবী থানার সভাপতি মুফতী আতাউল্লাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুফতি নূরুল করিম ইউনুসী।

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন থানার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ