বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ ।। ২৯ শ্রাবণ ১৪৩২ ।। ২০ সফর ১৪৪৭

শিরোনাম :
সমকামী এক্টিভিস্ট কর্তৃক দুই শিক্ষককে হত্যার হুমকির তীব্র নিন্দা  গাজা গণহত্যায় যুক্তরাষ্ট্রের ভূমিকা সবচেয়ে বেশি: আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট গণঅভ্যুত্থানে অগ্রভাগে ছিল মাদ্রাসা শিক্ষার্থীরা: ধর্ম উপদেষ্টা আ.লীগকে নির্বাচনে ফেরাতে চাইলে আবারও ‘অভ্যুত্থান’ হবে গণঅভ্যুত্থান ছাড়া ফ্যাসিবাদ সরানো যায় না: মাহমুদুর রহমান আওয়ার ইসলামের উদ্যোগে সিরাতুন্নবী সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, লক্ষাধিক টাকার পুরস্কার মা-বাবা ও উসতাদের সম্মানে দাঁড়ানো কি জায়েয? রাজধানীতে আবারও শক্তির জানান দিলো জামায়াত ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের সুখবর দিলেন সচিব জুলাই ঘোষণাপত্রের আলোকেই নির্বাচন দিতে হবে: জামায়াত নায়েবে আমির

আরও ৫০০ মাদরাসায় চালু হচ্ছে কারিগরি শিক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী বছর আরও ৫০০ মাদরাসায় কারিগরি শিক্ষা চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।

শনিবার (৫ জুলাই) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত ও বৃত্তিমূলক শিক্ষা-প্রশিক্ষণের সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ভর্তির প্রচারণা বিষয়ক সিলেট বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তৃতায় সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লক্ষ শিক্ষার্থী রয়েছে। কিন্ত, প্রতি বছর ১০ লক্ষ শিক্ষার্থী বেকার হচ্ছে। কারিগরি ধারায় রয়েছে ১৭ লক্ষ শিক্ষার্থী। মাদরাসায় রয়েছে ৩০ লক্ষ শিক্ষার্থী। এখানেই অনুমান করা যায় কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা কতটুকু বেশি। আগামী বছর আরও ৫০০ মাদরাসায় কারিগরি শিক্ষা চালু করা হবে বলে তিনি জানান।

তিনি বলেন, শিক্ষার মনোন্নয়নের জন্য শিক্ষকদের প্রত্যয়ী হতে হবে। নৈতিক দিক দিয়ে আমাদের আরও শক্ত হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগিতার মাধ্যমে শুধু এ প্লাস বাড়ালেই হবে না। শুধু শিক্ষিত হলেই হবে না, পাশাপাশি দক্ষ হতে হবে। তাহলে বেকারত্ব কমবে।

সচিব বলেন, বাংলাদেশে ৩০-৪০ বছর যাবত কারিগরি ও মাদরাসা শিক্ষা অবহেলিত ছিল। যা চরম আত্মঘাতিী ২০৩০ সালের মধ্যে কারিগরি শিক্ষাকে শতকরা ৩০ শতাংশে নিয়ে আসতে হবে। প্রত্যেক উপজেলায় সরকার একটি করে টেকনিক্যাল কলেজ করবে। তা বাস্তবায়ন করতে হলে শিক্ষকদেরকে আন্তরিক হতে হবে।

তিনি আরো বলেন, মনে রাখতে হবে বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। দেশে শিক্ষার মান আরও উন্নত করতে হলে শিক্ষাকে ৮ম শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক করতে হবে।

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কারিগরি শিক্ষা অধিদপ্তর সিলেটের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ রিহান উদ্দিন, পরিচালক (কারিকুলাম) বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড প্রকৌশলী মো. আনোয়ারুল কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক, সুনামগঞ্জ (রুটিন দায়িত্ব) মো. রেজাউল করিম।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ