অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের বক্তব্যে জাতীয় নির্বাচন বন্ধ হবে না।
বুধবার জাতীয় পেনশন কর্তৃপক্ষের ‘ইউ পেনশন অ্যাপ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য অর্থ মন্ত্রণালয় সব ধরনের সহায়তা দিচ্ছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লজিস্টিক সহায়তাও প্রদান করা হচ্ছে।
তিনি আরও বলেন, “কেউ বললেই নির্বাচন বন্ধ হয়ে যাবে না। আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। নির্বাচনে কালো টাকার ব্যবহার রোধে অর্থ মন্ত্রণালয় ব্যবস্থা নেবে, তবে এর সফলতা অনেকটাই নির্ভর করবে রাজনীতিবিদদের ওপর।”
সর্বজনীন পেনশন স্কিম প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ জানান, এখনো চাকরিজীবী ও শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ এতে যুক্ত হচ্ছেন না। কেন এ অনীহা এবং কোথায় সমস্যা রয়েছে, তা খতিয়ে দেখা হবে। স্কিমে কোনো ভুল বা ত্রুটি থাকলে তা সংশোধনের পদক্ষেপ নেওয়া হবে। সরকারি কর্মচারী ও শিক্ষকদের এই স্কিমের আওতায় আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। পাশাপাশি স্কিম নিয়ে জনসচেতনতা ও প্রচার কার্যক্রম বাড়ানোর ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, ‘ইউ পেনশন’ মোবাইল অ্যাপের মাধ্যমে এখন ব্যক্তি পর্যায়ে সর্বজনীন পেনশনের স্কিমে অন্তর্ভুক্ত হওয়া যাবে। অ্যাপ থেকে লগইন, তথ্য যাচাই, নোটিফিকেশন গ্রহণ, অ্যাকাউন্টের নমিনি পরিবর্তনসহ সব ধরনের কাজ সম্পন্ন করা যাবে।
সর্বজনীন পেনশন দেশের একটি রাষ্ট্রীয় অবসরভাতা ব্যবস্থা, যা সকল নাগরিকের জন্য টেকসই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চালু করা হয়েছে। এর আওতায় চারটি আলাদা স্কিম রয়েছে— প্রবাস স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা স্কিম ও সমতা স্কিম।
এসএকে/