বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ ।। ৩০ শ্রাবণ ১৪৩২ ।। ২০ সফর ১৪৪৭

শিরোনাম :
সমকামী এক্টিভিস্ট কর্তৃক দুই শিক্ষককে হত্যার হুমকির তীব্র নিন্দা  গাজা গণহত্যায় যুক্তরাষ্ট্রের ভূমিকা সবচেয়ে বেশি: আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট গণঅভ্যুত্থানে অগ্রভাগে ছিল মাদ্রাসা শিক্ষার্থীরা: ধর্ম উপদেষ্টা আ.লীগকে নির্বাচনে ফেরাতে চাইলে আবারও ‘অভ্যুত্থান’ হবে গণঅভ্যুত্থান ছাড়া ফ্যাসিবাদ সরানো যায় না: মাহমুদুর রহমান আওয়ার ইসলামের উদ্যোগে সিরাতুন্নবী সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, লক্ষাধিক টাকার পুরস্কার মা-বাবা ও উসতাদের সম্মানে দাঁড়ানো কি জায়েয? রাজধানীতে আবারও শক্তির জানান দিলো জামায়াত ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের সুখবর দিলেন সচিব জুলাই ঘোষণাপত্রের আলোকেই নির্বাচন দিতে হবে: জামায়াত নায়েবে আমির

আগ্রাসী ইসরায়েলকে রুখে দেওয়ার আহ্বান ছারছীনা পীরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মধ্যপ্রাচ্যে অব্যাহত ইসরায়েলি আগ্রাসন এবং গাজায় নৃশংস হত্যাযজ্ঞের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিশ্বের মুসলিম রাষ্ট্র ও শান্তিকামী দেশসমূহকে ঐক্যবদ্ধভাবে এই অবৈধ দখলদার রাষ্ট্রকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন।

সম্প্রতি গাজায় ইসরায়েলি হামলা ও ইরানের ভূখণ্ডে বিস্তৃত আগ্রাসনের প্রেক্ষিতে এক বিবৃতিতে তিনি বলেন, “যেদিন থেকে আমেরিকা ও বৃটেন ষড়যন্ত্রমূলকভাবে নিরীহ ফিলিস্তিনিদের উৎখাত করে ইসরাইলকে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিসে অবৈধভাবে প্রতিষ্ঠিত করেছে, সেদিন থেকেই ইসরাইল বিশ্বশান্তির জন্য বিষফোঁড়ায় পরিণত হয়েছে।”

তিনি বলেন, “ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ড শুধু ফিলিস্তিন নয়, বরং লেবানন, সিরিয়া, গাজা ও মিশরেও ছড়িয়ে পড়েছে। এসব দেশের বহু অধিবাসী তাদের জন্মভূমি হারিয়ে আশ্রয়হীন হয়েছে। নিরপরাধ শিশু, নারী ও বৃদ্ধদের ওপর অব্যাহত বোমা হামলায় মুসলিম উম্মাহ আজ শোকসন্তপ্ত। মায়েদের বুক খালি হচ্ছে, শিশুরা এতিম হচ্ছে, এবং মুসলমানদের আকাশে অন্ধকারের মেঘ জমে উঠছে।”

ছারছীনা পীর বলেন, “সভ্যতার যে কোনো মানদণ্ডে জায়নবাদী ইসরায়েলের এই বর্বরতা দমনযোগ্য। তাই এখনই সময় সর্বশক্তি দিয়ে তাদের প্রতিহত করার। অন্যথায় মানবতা ও সভ্যতা নিয়ে যে কোনো কথা শুধু প্রহসন হিসেবেই বিবেচিত হবে, এতে কোনো সন্দেহ নেই।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ