রবিবার, ১০ আগস্ট ২০২৫ ।। ২৬ শ্রাবণ ১৪৩২ ।। ১৬ সফর ১৪৪৭

শিরোনাম :
ইরানের হুমকিতে ট্রাম্পের পরিকল্পিত ককেশাস করিডর অনিশ্চিত আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন ‘সকালের ক্লান্তি মানে শুধু ঘুম কম না, বরং শরীর কিছু বলার চেষ্টা করছে’ মালয়েশিয়ায় ফিলিস্তিনের পক্ষে সংহতি সমাবেশ, যোগ দিলেন জমিয়ত নেতা ড. শোয়াইব সুনামগঞ্জে খেলাফত মজলিসের ষান্মাসিক শুরা অধিবেশন 'শাপলা শহীদ গার্ডিয়ান ফোরাম' গঠনে সুধী মতবিনিময় সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আহলে হাদীস যুব সংঘের কমিটি গঠন বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন উত্তরা পশ্চিম থানা আহবায়ক কমিটির গঠন বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিল এর আত্মপ্রকাশ খাগড়ছড়িতে সংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লন্ডনে ইউকে জমিয়তের আলোচনা সভা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক জুলাই বিপ্লবের বছরপূর্তি উপলক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে  আলেম-উলামা ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনতার বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জুলাইয়ের চেতনা বাস্তবায়নের গুরুত্ব সম্পর্কে আলোচনা ও দেশের জন্য শাহাদাত বরণকারীদের রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

মঙ্গলবার (৫ আগষ্ট )  লন্ডনের আলতাব আলী পার্কে এ বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম। সঞ্চালনায় ছিলেন ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন হেফাজতে ইসলাম ইউকের সহ-সভাপতি শায়েখ মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তামিম আহমদ, বিশিষ্ট আলেম মুফতি শাহীদুর রহমান মাহমুদাবাদী, ইউকে জমিয়তের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আখতারুজ্জামান, ইউকে জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, ইউকে জমিয়তের সহ-প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল হাই।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বৃটেনের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বিশেষভাবে অংশগ্রহণ করেন খেলাফত মজলিস বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর হাসানাত হোসাইন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলার সাইফুদ্দিন খালেদ, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সভাপতি হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার অন্যতম নেতা মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আব্দুল আহাদ, লন্ডন মহানগর জমিয়তের সেক্রেটারি মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, ইউকে জমিয়তের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা খালেদ আহমদ এবং মাওলানা সালেহ আহমদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে মুফতি আবদুল মুনতাকিম বলেন জুলাইয়ের লাল বিপ্লবের মূলীভূত শ্লোগান হচ্ছে দেশের সর্বস্তরে ন্যায় ইনসাফ ও বৈষম্যহীনতা প্রতিষ্ঠা। এ উদ্দেশ্য সর্বপ্রকার ইসলাম বিরোধী ষড়যন্ত্রের মোকাবেলা ও ইসলামের সুশাসন প্রতিষ্ঠা ছাড়া সম্ভব নয়। জুলাই বিপ্লবের বছরপূর্তি উপলক্ষে সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে এ মহান প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ হতে পারি, তবেই দেশের জন্য যারা শহীদ হয়েছেন, তাঁদের আত্মা শান্তি পেতে পারে, অন্যথায় শহীদানের রক্তের সাথে ইতিহাসের নিকৃষ্টতম বেঈমানি ও গাদ্দারির গোনাহে আমাদের কে পতিত হতে হবে।

মুফতি আবদুল মুনতাকিম তাঁর বক্তব্যে আরও বলেন আজকের দিনে আলোচ্য অঙ্গীকার নবায়ন হোক আমাদের জন্য আগামী দিনের দৃঢ় প্রত্যয়। 

সভায় বক্তাগন তাঁদের আলোচনায় বলেন জুলাই বিপ্লবের বছরপূর্তির এ ঐতিহাসিক দিনে আমারা যেন শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশের মজলুম শহীদ আলেম উলামার আত্মদানের কথা ভুলে না যাই, পিলখানা হত্যাকাণ্ডের শহীদরাও অবর্ণনীয় জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, ভাষ্কর্যের মাধ্যমে মুসলিম উম্মাহর উপর পৌত্তলিক সংস্কৃতি চাপিয়ে দেয়ার প্রতিবাদ করায় যাদের কে শহীদ করা হয়েছে, তাঁরাও আমাদের জন্য অনুস্মরণীয়। জুলাই বিপ্লবের শহীদেরা তো ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুন স্বাধীনতার সূর্য উদিত করেছেন। এসব শহীদদের রক্তের বিচার জুলাইয়ের লাল বিপ্লবের সবচেয়ে বড় দাবি।

বক্তাগণ বলেন দুঃখজনক হলেও সত্য যে এত সব বিভীষিকাময় হত্যাকান্ডের বিচার কার্য এখনো দৃশ্যমান নয়। যতক্ষণ পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমে বিভীষিকাময় হত্যাকান্ড সমুহের বদলা নেয়া হবেনা, জুলাই বিপ্লব অসমাপ্তই রয়ে যাবে, ‌ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত জুলাই বিপ্লবকে চলমান থাকতে হবে। এটাই এ গণ অভ্যুত্থানের অপরিহার্য দাবি।

সভা শেষে সভাপতি মুফতি আবদুল মুনতাকিম উপস্থিত সবাইকে নিয়ে শহীদদের আত্মার মাগফেরাত ও পরিবার পরিজনের সবর-ধৈর্য কামনা করে বিশেষ মোনাজাত করেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ