বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠনসমূহের দায়িত্বশীলবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী আলেম-উলামা ও সুধীবৃন্দের অংশগ্রহণে মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর-৩ সংসদীয় আসনে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সম্ভাব্য প্রার্থী (রিকশা প্রতীক) ও ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা এহসানুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সভাপতি মাওলানা মাসউদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা নাসিরউদ্দিন খন্দকার, মহানগর সাধারণ সম্পাদক কাজি নিজাম উদ্দীন, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালেক আযাদ, যুব মজলিস জেলা সভাপতি মাওলানা ফয়জুল্লাহ ফরিদী প্রমুখ।
মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বেফাক সভাপতি মাওলানা কাজি মইনুদ্দিন আহমাদ, মাওনা চৌরাস্তা কাঁচা বাজার মাদরাসার মুহতামিম মাওলানা জামাল উদ্দিনসহ বিভিন্ন মাদরাসার মুহতামিম ও স্থানীয় উলামায়ে কেরাম।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সাত্তার।
এসএকে/