বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

গুগল ফটোজ শেয়ার করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ছবি স্টোর করার জন্য বর্তমানে সব থেকে বেশি ব্যবহার করা হয় গুগল ফটোজ। এটি মূলত একটি ক্লাউড সার্ভিস। ছবি ও ভিডিও সংরক্ষণের জন্য অনেকেই গুগল ফটোজ ব্যবহার করেন। সহজ ও বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকায় অ্যাপটি বেশ জনপ্রিয়। গুগল ফটোজের মেমোরিজে তারিখ বা বিষয় অনুযায়ী সংশ্লিষ্ট একাধিক ছবি থাকে।যা শেয়ারও করা যায়। মেমোরিজে পুরোনো ছবি স্বয়ংক্রিয়ভাবে সাজানো থাকে।

তবে কখনো কখনো মেমোরিজের ছবির ক্রম বদলের প্রয়োজন হয় বা কোনো কিছু যোগ অথবা বাদ দেওয়ার প্রয়োজন হয়। আবার অনেকেই মেমোরিজের সুন্দর শিরোনামও দিতে চান। তবে সেটা কিভাবে করবে তা অনেকেই জানেন না। তাই আজকের প্রতিবেদনে সেই পদ্ধতিই জানানো হবে। তাহলে চলুন গুগল ফটোজের মেমোরিজ সম্পাদনা করার পদ্ধতি দেখে নেওয়া যাক:

১. প্রথমেই স্মার্টফোন থেকে গুগল ফটোজ অ্যাপে প্রবেশ করতে হবে।

২. তারপর নিচে বিভিন্ন অপশন দেখা যাবে।

৩. সেখান থেকে মেমোরিজ অপশনটি নির্বাচন করতে হবে।

৪. পরের পেজে তারিখ ধরে বা বিষয় অনুসারে আগের সাজানো ছবির মেমোরিজের তালিকা দেখা যাবে।

৫. যে মেমোরিজ সম্পাদনা করবেন, সেটিতে ট্যাপ করতে হবে।

৬. এবার ওপরে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে এডিট অপশন নির্বাচন করতে হবে।

৭. এরপর টাইটেল বক্সে মেমোরিজের শিরোনাম পরিবর্তন করা যাবে।

৮. আবার ছবির ওপর থাকা ক্রস চিহ্নে ট্যাপ করলে সেই ছবি বাদ দেওয়া যাবে।

৯. নতুন ছবি যোগ করতে অ্যাড ফটোজে ট্যাপ করে ছবি যোগ করতে হবে।

১০. সম্পাদনা শেষ হলে ওপরে বাঁ দিকে থাকা টিক চিহ্নে ট্যাপ করবেন।

১১. এরপর শেয়ার আইকনে ট্যাপ করে বিভিন্ন মেসেজিং অ্যাপে শেয়ার করা যাবে।

১২. এ ছাড়া মেমোরিজের লিংকও কপি করে শেয়ার করা যাবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ