সোমবার, ২৮ জুলাই ২০২৫ ।। ১২ শ্রাবণ ১৪৩২ ।। ৩ সফর ১৪৪৭

শিরোনাম :
রাষ্ট্রের মূলনীতির ব্যাপারে ঐকমত্য হয়নি : আলী রীয়াজ প্রস্তাবিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়া ঢাকা বিভাগের ৪৭ আসনে জমিয়তের প্রার্থী যারা মাইলস্টোন ট্রাজেডি: নিহত মাসুমা’র দাফন ভোলার বোরহানউদ্দিনে সম্পন্ন আজ ‘একুশের রাতে’ অতিথি ইসলামী আন্দোলনের শাহ ইফতেখার তারিক সৌদির ২৪৪ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হবে ৮ মসজিদ ইসলামি শক্তিকে ক্ষমতায় নিলে মানুষ শান্তিতে থাকবে: পীর সাহেব চরমোনাই শাপলা স্মৃতি সংসদের বৈঠকে শহীদ পরিবারের পুনর্বাসনের সিদ্ধান্ত জুলাই সনদ নিয়ে অগ্রগতিকে স্বাগত জানাল ইসলামী আন্দোলন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৯

আরবদের ভূমি দখল করে গড়ে উঠা জায়ানবাদী রাষ্ট্রের ধ্বংস কামনা করছি : ইহুদি ধর্মগুরু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ধ্বংস কামনা করলেন ইহুদি ধর্মগুরু ইসরাইল ডেভিড ওয়াইস।

সোমবার (৩০ অক্টোবর) গাজ্জা গণহত্যার ব্যাপারে এই মন্তব্য করেন তিনি।

ইহুদি ধর্মগুরু বলেন, জায়োনিস্টরা ইহুদি ধর্মের অনুসারী নয়। আরবদের ভূমি জবরদখল করে তারা জায়োনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। একজন প্রকৃত ধার্মিক ইহুদি হিসেবে আমরা প্রতিদিন জায়োনিস্ট রাষ্ট্র ইসরাইলের ধ্বংস কামনা করছি, যা প্রতিষ্ঠাকালীন সময় থেকেই ফিলিস্তিনি ও প্রকৃত ইহুদিদের রক্ত ঝরিয়ে যাচ্ছে। আর দ্রুততম সময়ে ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করছি।

গাজ্জা গণহত্যা ও পশ্চিম তীরের দমনপীড়নে ফিলিস্তিনিদের দু:খ-বেদনায় ব্যথিত উল্লেখ করে জায়নবাদ বিরোধী এই ইহুদি ধর্মগুরু বলেন, আমরাও ফিলিস্তিনিদের সাথে কাঁদছি।

উল্লেখ্য, ইসরাইল ডেভিড ওয়াইস হলেন জায়োনিজম প্রতিষ্ঠার পূর্বে থেকে যে ইহুদি ধর্মের প্রচলন ছিলো তা অনুসরণ করে চলা একজন ইহুদি ধর্মগুরু। তাদের বিশ্বাস অনুযায়ী, জায়োনিস্টরা ধর্মত্যাগী ইহুদি যারা বিশ্বে নিজেদের মতবাদকে ইহুদি ধর্ম বলে প্রচার করে বেড়ায়। অথচ তারা ইহুদি নয়। জায়োনিজমকে বিশ্বাসযোগ্য করে তুলতে ইহুদিধর্মকে ব্যবহার করছে মাত্র। তারা ফিলিস্তিন দখল করে অবৈধ জায়োনিস্ট রাষ্ট্রও প্রতিষ্ঠা করেছে। যা ইহুদিধর্মের সাথে সাংঘর্ষিক।

সূত্র: আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ