শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ।। ২৯ চৈত্র ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
আগাম হুমকির পরেও নিরাপত্তা নিয়ে বেখেয়ালী ছিল ঢাবি প্রশাসন সোহরাওয়ার্দী ময়দানে ‘মার্চ ফর গাজা’: খাবার বিতরণ করবে তাকওয়া ফাউন্ডেশন  নোয়াখালীতে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ‘মার্চ ফর গাজা’ সফল করতে আসছে স্রোতের মত মিছিল, জনতার ঢল সোহরাওয়ার্দীতে অন্তালিয়ায় আরব-ইসলামিক মন্ত্রীপরিষদের সম্মেলন: গাজা ও পশ্চিম তীরকে ঐক্যবদ্ধ করার আহ্বান, যুদ্ধবিরতির জোর দাব গ্রীষ্মে কোন সময়ে হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী? গলাচিপায় ভয়াবহ আগুন : ১০ দোকান পুড়ে ছাই ‘মার্চ ফর গাজা’য় সন্তানকে সঙ্গে নিয়ে আসার আহ্বান শায়খ আহমাদুল্লাহর বিতর্কিত ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল পশ্চিমবঙ্গ  ১০ হাজার ফিলিস্তিনি শিশুর দায়িত্ব নিতে চায় বাংলাদেশি প্রতিষ্ঠান

আরবদের ভূমি দখল করে গড়ে উঠা জায়ানবাদী রাষ্ট্রের ধ্বংস কামনা করছি : ইহুদি ধর্মগুরু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ধ্বংস কামনা করলেন ইহুদি ধর্মগুরু ইসরাইল ডেভিড ওয়াইস।

সোমবার (৩০ অক্টোবর) গাজ্জা গণহত্যার ব্যাপারে এই মন্তব্য করেন তিনি।

ইহুদি ধর্মগুরু বলেন, জায়োনিস্টরা ইহুদি ধর্মের অনুসারী নয়। আরবদের ভূমি জবরদখল করে তারা জায়োনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। একজন প্রকৃত ধার্মিক ইহুদি হিসেবে আমরা প্রতিদিন জায়োনিস্ট রাষ্ট্র ইসরাইলের ধ্বংস কামনা করছি, যা প্রতিষ্ঠাকালীন সময় থেকেই ফিলিস্তিনি ও প্রকৃত ইহুদিদের রক্ত ঝরিয়ে যাচ্ছে। আর দ্রুততম সময়ে ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করছি।

গাজ্জা গণহত্যা ও পশ্চিম তীরের দমনপীড়নে ফিলিস্তিনিদের দু:খ-বেদনায় ব্যথিত উল্লেখ করে জায়নবাদ বিরোধী এই ইহুদি ধর্মগুরু বলেন, আমরাও ফিলিস্তিনিদের সাথে কাঁদছি।

উল্লেখ্য, ইসরাইল ডেভিড ওয়াইস হলেন জায়োনিজম প্রতিষ্ঠার পূর্বে থেকে যে ইহুদি ধর্মের প্রচলন ছিলো তা অনুসরণ করে চলা একজন ইহুদি ধর্মগুরু। তাদের বিশ্বাস অনুযায়ী, জায়োনিস্টরা ধর্মত্যাগী ইহুদি যারা বিশ্বে নিজেদের মতবাদকে ইহুদি ধর্ম বলে প্রচার করে বেড়ায়। অথচ তারা ইহুদি নয়। জায়োনিজমকে বিশ্বাসযোগ্য করে তুলতে ইহুদিধর্মকে ব্যবহার করছে মাত্র। তারা ফিলিস্তিন দখল করে অবৈধ জায়োনিস্ট রাষ্ট্রও প্রতিষ্ঠা করেছে। যা ইহুদিধর্মের সাথে সাংঘর্ষিক।

সূত্র: আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ