বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

বুরকিনায় ৪টি শত্রু সামরিক চৌকিতে মুজাহিদদের হামলা: ২৩ শত্রু সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বুরকিনা ফাসোতে জান্তা বাহিনীর বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালিয়েছে আল-কায়েদা সংশ্লিষ্ট পশ্চিম আফ্রিকার সশস্ত্র সংগঠন ‘জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন’ (জেএনআইএম)। এসব অভিযানে অন্তত ২৩ সেনা নিহত এবং একজন সেনা মুজাহিদদের হাতে বন্দি হয়েছেন বলে জানা গেছে।

আল-জাল্লাকার সূত্রে জানা যায়, গত ২২ জুন রবিবার, দেদুগু প্রদেশের সাসি এলাকায় প্রথম হামলাটি চালানো হয়। এতে ৬ জন জান্তা সেনা নিহত হয় এবং মুজাহিদরা ৩টি ক্লাশিনকোভ, ১৮টি মোটরসাইকেল ও অন্যান্য সামরিক সরঞ্জাম গনিমত হিসেবে অর্জন করেন।

একই দিন, বাঙ্গৌরা প্রদেশের লোগো-নেগি এলাকায় আরেকটি চৌকিতে হামলায় আরও ৬ জান্তা সেনা নিহত হয়। সেখান থেকেও ২টি ক্লাশিনকোভ, ৩টি মোটরসাইকেল ও সামরিক রসদ গনিমত করা হয়।

পরদিন ২৩ জুন, তেনকুদৌগু প্রদেশের বিসগা গ্রামে হামলা চালান জেএনআইএম যোদ্ধারা। এই অভিযানে আরও ৬ সেনা নিহত হয় এবং একজন বন্দি হন। অভিযানে ১টি বিকা মেশিনগান, ৭টি ক্লাশিনকোভ, ৮টি মোটরসাইকেল ও অন্যান্য সরঞ্জাম গনিমত হয়।

২৪ জুন মঙ্গলবার, কিয়া রাজ্যের বাসৌম এলাকায় চতুর্থ হামলাটি হয়। এতে ৫ সেনা নিহত হয় এবং বাকিরা পালিয়ে যায়। মুজাহিদরা সেখানে ১টি বিকা, ৫টি ক্লাশিনকোভ, একটি ড্রোনসহ মূল্যবান সামরিক সরঞ্জাম দখলে নেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ