মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭


নামাজে সূরা  ফাতেহার পরিবর্তে তাশাহহুদ পড়লে নামাজের বিধান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রশ্ন : একদিন ফরজ নামাজে সূরা ফাতেহার পরিবর্তে তাশাহহুদ পড়ি। এরপর সেজদায়ে সাহু না দিয়েই নামাজ শেষ করি। মুহতারাম, আমার জানার বিষয় হলো এ অবস্থায় আমার নামাজ হয়েছে? না পুনরায় পড়তে হবে? জানিয়ে উপকৃত করবেন। আল্লাহ আপনাদের সহায় হোন।

উত্তর : তাশাহহুদ পড়ার পর যদি সুরা ফাতেহা ও সূরা মিলিয়ে থাকেন তাহলে সেজদায়েসাহু ছাড়াই আপনার নামাজ শুদ্ধ হয়ে গেছে। আর যদি সূরা ফাতেহার সাথে অন্য কোনো সূরা না মিলিয়ে থাকেন তাহলে আপনার নামাজ হয়নি। পুনরায় উক্ত নামাজ কাযা করে নিতে হবে।  বাহরুর রায়েক১/১৭১।

এমআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ