সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার খুনিদের ভয়ে কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারি না ইসলামী আন্দোলনের মহাসচিবের সঙ্গে ইরানি প্রতিনিধি দলের সাক্ষাৎ  ‘ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আলেম-ওলামার সক্রিয় ভূমিকা ছিল’ ‘বসিলা আন্দোলন জমানোর পিছনে আমাদের মাদ্রাসার বড় ভূমিকা ছিল’ ১১ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২১, আহত ৫ হাজারের বেশি: টিআইবি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

মরিচ: শুধু ঝালের জন্য নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মিজানুর রহমান

মরিচ শুনলেই চোখে জল, মুখে আগুনের ভাব চলে আসে। তবে শুধু ঝালই নয়, মরিচের ভেতর লুকিয়ে আছে স্বাস্থ্য রক্ষার অসংখ্য গুণ। বিশেষত শুকনো মরিচ ও কাঁচা মরিচ দুটিরই রয়েছে ভিন্ন ভিন্ন উপকারিতা।

মরিচে যা থাকে:

ক্যাপসাইসিনম, এটি মরিচের ঝাল উপাদান, যা ব্যথা উপশমে কার্যকর এবং শরীরের বিপাকক্রিয়া বাড়াতে সাহায্য করে। ভিটামিন সি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যানসার প্রতিরোধে সহায়ক। বিটা ক্যারোটিন ও ভিটামিন এ, চোখ ও ত্বকের জন্য উপকারী।

মরিচের উপকারিতা:

হজমে সহায়ক: মরিচ পাচনতন্ত্র উদ্দীপিত করে, হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমায়।

ব্যথানাশক: মরিচের ক্যাপসাইসিন উপাদান ব্যথা কমাতে কাজ করে। অনেক ব্যথানাশক ক্রিমে এটি ব্যবহৃত হয়।

ওজন কমাতে সাহায্যকারী: মরিচ শরীরের তাপমাত্রা বাড়ায়, মেটাবলিজম বাড়ায়, ফলে ক্যালরি খরচ হয় বেশি।

শরীরে রক্ত চলাচল বাড়ায়: এতে রক্তে কোলেস্টেরল কমে, রক্তচাপও নিয়ন্ত্রণে আসে।

ঠান্ডা ও সর্দি কমাতে: মরিচ খেলে নাকের বন্ধভাব দূর হয়, শ্লেষ্মা পাতলা হয় এবং ফুসফুস পরিষ্কার হতে সাহায্য করে।

তবে অতিরিক্ত মরিচ খাওয়া পেটে জ্বালা, আলসার, গ্যাস্ট্রিক ও হজমে সমস্যা তৈরি করতে পারে। তাই পরিমিত ব্যবহারে মরিচ হতে পারে উপকারী।

মরিচ শুধু রান্নার স্বাদ বাড়ায় না, এটি একটি প্রাকৃতিক ওষুধ হিসেবেও কাজ করে। তাই মরিচকে ভয় নয়—সতর্কতার সাথে গ্রহণ করুন, উপকার নিন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ