শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬


শাহাদাতের অমিয় তিয়াস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনি শহীদ ভাই আমার
আলবিদা তোমায়।
আসমানি আহ্বানে সাড়া দিয়ে
শাহাদাতের অমিয় তিয়াসে চলে গেলে ঈপ্সিত ইল্লিনে।

তোমাকে স্বাগত জানায়
কনক পেয়ালা হাতে জান্নাতি হুর; একগুচ্ছ রজনীগন্ধা।

তোমার প্রিয় সঙ্গী কালাসনিকভ রাইফেলটা আমাকে দাও।
কেবল বায়তুল মাকদিস নয়;
তামাম জাহানের লাখো মসজিদ আজ অবরুদ্ধ  বাতিলের হাতে।

সীমানা মানে না মু'মিন
মেকি মানবতার মুখোশ ছিঁড়তে সারা দুনিয়াতে।

অপেক্ষার অন্তরালে বাসা বাঁধা সংশয় সন্দেহ দীনতা হীনতা সাথী করে
আর কত পশ্চাতে পড়ে থাকা?
এবার সামনে চলার পালা কালেমার পতাকা উড্ডীন করে ট্রিগারে কঠিন হাত রাখা।

লেখক: নাজমুল হুদা মজনু
আলোচক ও সাংবাদিক

এনএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ