শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

সন্তানের সামনেই হাতুড়ি দিয়ে গৃহবধূকে হত্যা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহিত

বগুড়ায় হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে তাসলিমা আক্তার (২২) নামে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তখন ওই গৃহবধূর তিন বছর বয়সী শিশুকেও হাতুড়ি দিয়ে আঘাত করে মরদেহের পাশে হাত-পা বেঁধে ফেলে রাখা হয়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকার গৃহবধূর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে। তাসলিমা ওই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। সিরাজুল শহরের ভাঙাড়ির ব্যবসা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সিরাজুল ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে আসেন । কিন্তু এসে দেখেন ঘর অন্ধকার হয়ে আছে। লাইট জ্বালালে তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পাশেই রক্তমাখা হাতুড়ি পড়ে ছিল। তাদের তিন বছরের শিশু হাত-পা বাঁধা অবস্থায় পান সিরাজুল। এমন অবস্থা দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন এবং আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে আসে। পরে ছেলেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে শিশুটির চিকিৎসা চলছে।  তাসলিমার স্বামী সিরাজুল ইসলাম বলেন, কে বা কারা তার স্ত্রীকে মেরেছে আমি অনুমান করতে পারছি না। তাসলিমার মোবাইল ফোনও খুঁজে পাওয়া যায়নি।

সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান জানান, কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো নিশ্চিত না পুলিশ। তবে আমরা অনুসন্ধান শুরু করে দিয়েছি। সব ধরনের বিষয় মাথায় রেখে আমরা তদন্ত করছি।

এমআই/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ