শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
"পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা” ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’ ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ  পেহেলগাম হত্যার তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর!

রাত থেকেই রাজধানীতে বৃষ্টি, পথচারীরা দুর্ভোগে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মুষলধারে বৃষ্টিতে দুর্ভোগে পথচারীরা -ছবি: সংগৃহীত

ভোরের আলো ফোটার পর থেকেই আকাশে কালো মেঘ।তার কিছুক্ষন পরেই রাজধানীতে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সাপ্তাহিক এই ছুটির দিনে রাজধানীর প্রায় সব এলাকায় বৃষ্টি হচ্ছে বলে জানা গিয়েছে। ভোর থেকেই একনাগাড়ে বৃষ্টি চলছে, মাঝে একটু কমে গেলেই খানিক সময় পর ফের ভারি বর্ষণ।

একেতো আজ শুক্রবার তার সঙ্গে বৃষ্টি, সব মিলিয়ে সড়কে যানবাহন চলাচল ও মানুষের আনাগোনা খুবই কম ছিল। তবুও বৃষ্টিকে উপেক্ষা করে যারা বের হয়েছেন তাদের সঙ্গে ছাতা নয়তো রেইনকোট। অনেকে ভিজেই নিজ গন্তব্যে যাচ্ছেন। টানা বর্ষণের কারণে কারওয়ান বাজার, শাহজাহানপুর, তেজকুনি পাড়া, পশ্চিম তেজতুরী বাজার, মালিবাগ রেলগেট, মগবাজার, মৌচাক, ধানমন্ডিসহ, শ্যাওড়াপাড়ার বর্ডারবাজার, দক্ষিণ মনিপুর সহ রাজধানীর অনেকে রাস্তায় এরই মধ্যে পানি জমে গেছে। কোথাও হাঁটুপানি,  আবার কোথাও কোমরসমান পানি জমেছে এসব রাস্তায়। পথচারীদের যেন দুর্ভোগের শেষ নেই।

এদিকে আবহাওয়া অধিদফতর বলছে, মৌসুমি হাওয়া সক্রিয় রয়েছে। যার ফলে দেশের সব বিভাগেই শুক্রবার রয়েছে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। দেশের কিছু অঞ্চলে হতে পারে  ভারি বর্ষণ। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি হাওয়া উত্তর বঙ্গোপসাগরে মধ্যম থেকে প্রবল অবস্থায় এবং বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে।

আবহাওয়া অফিসের মতে, এ পরিস্থিতিতে সারাদেশের অধিকাংশ জায়গায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ।

আগামী রোববার (১৪ জুলাই) সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ ও ঝড়বৃষ্টির  প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে বর্ধিত ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এনএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ