শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি?

ইতিবাচক সাড়া পাওয়া গেলে নদীবন্দরের কার্যক্রম শুরু হবে : উপদেষ্টা সাখাওয়াত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, “সকল পক্ষের ইতিবাচক সাড়া পাওয়া গেলে অচিরেই রাজশাহীর সুলতানগঞ্জ নদীবন্দরের কার্যক্রম শুরু করা সম্ভব হবে।”

শুক্রবার (১ আগস্ট) সকালে রাজশাহীর গোদাগাড়ীতে সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রটোকল পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “নৌবন্দরের অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত জরুরি। এর জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর অনুমোদন, উন্নত রাস্তাঘাট ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে হবে। এটি বাস্তবায়নে সরকারের একাধিক সংস্থা জড়িত। আমি বিষয়টি পজিটিভলি দেখছি এবং উচ্চ পর্যায়ে আলাপ করে বিষয়টি এগিয়ে নেওয়া হবে।”

নদীর নাব্যতা প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, “নাব্যতা ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। তবে আমাদের অধিকাংশ নদীই ভারতের অভ্যন্তর থেকে প্রবাহিত হওয়ায় পানি প্রবাহ অনেকাংশে তাদের উপর নির্ভরশীল। আমরা পারস্পরিক আলোচনার মাধ্যমে এর সমাধানে কাজ করবো।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।

এর আগে উপদেষ্টা সরেজমিনে সুলতানগঞ্জ নদীবন্দর ও কোর্ট অব কল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ