বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭


নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার। প্রধান উপদেষ্টা নিজেই স্পষ্ট করে বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যই অন্তর্বর্তী সরকারের অবস্থান।

রোববার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে একনেক সভায় অংশ নেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।

নির্বাচনের সময় ঘোষণা নিয়ে রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “এখন পর্যন্ত ইসিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলোর নিজস্ব হিসেব-নিকেশ থাকতে পারে, তবে এর সঙ্গে সরকারের অবস্থান পরিবর্তনের কোনো সম্পর্ক নেই।”

বিদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ ব্যাপারে কোনো লিখিত নির্দেশনার কথা আমার জানা নেই। উপদেষ্টা পরিষদেও এ বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। তবে এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।”

সিলেটে পাথর লুটের ঘটনা প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা বলেন, “সেখানে স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল অথবা প্রশাসন নীরব ছিল। এ ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ