শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

পাসপোর্ট ও ভিসা কর্মকর্তাদের দুর্নীতিতে না জড়ানোর আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিদেশে অবস্থানরত বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের দুর্নীতিতে জড়িত না হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

তিনি বলেন, “সেবার মনোবৃত্তি নিয়ে কাজ করতে হবে। দেশের মানসম্মান ক্ষুণ্ন হয় এমন কোনো কাজে জড়ানো যাবে না। একই সঙ্গে কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিও করা যাবে না।”

রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশস্থ বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব ও দ্বিতীয় সচিব পদায়নের লক্ষ্যে নির্বাচিত কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

উপদেষ্টা বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। রেমিট্যান্স পাঠিয়ে তারাই দেশের অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করছেন। আর এই প্রবাসীদের বড় অংশ শ্রমিক শ্রেণির মানুষ। তাই তাদের সঙ্গে পাসপোর্ট ও ভিসা কর্মকর্তাদের ভালো ব্যবহার এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা জরুরি। পাশাপাশি মিশনের অন্য কর্মকর্তাদের সঙ্গেও সুসম্পর্ক রেখে সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, “সিভিল সার্ভিসের মান সর্বদা সমুন্নত রাখতে হবে।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ