বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭

শিরোনাম :
পাক সেনাবাহিনীকে দায়িত্বশীল ও পরিমিত ভাষা ব্যবহারের আহ্বান জানাল আফগানিস্তান ইত্তিহাদুল উলামা বাড্ডার উদ্যোগে ঐতিহাসিক সীরাত মাহফিল ৯ জানুয়ারি আফগানিস্তানের সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ তুর্কি কোম্পানিগুলোর  শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের খতমে বুখারী ও দোয়া মাহফিল ১২ জানুয়ারি শীতে কেন উপকারী খেজুর গুড় জকসু নির্বাচনে চার কেন্দ্রের শীর্ষ তিন পদে এগিয়ে শিবির জেলা দায়িত্বশীলদের প্রতি জমিয়তের একগুচ্ছ নির্দেশনা ‘জামায়াত আমিরের বক্তব্য অজ্ঞতার শামিল, তওবা করা উচিত’ গণভোটের প্রচারে যুক্ত করা হচ্ছে ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে  বাংলাদেশি সন্দেহে ভারতে ৮ মুসলিমকে মারধর

ড. সরোয়ার ও মাহতাবকে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার করতে হবে: জাতীয় শিক্ষক ফোরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

জাতীয় শিক্ষক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মাও এবিএম জাকারিয়া বলেেছেন, ড. সরোয়ার হোসেন এবং লেকচারার আসিফ মাহতাব জুলাই যোদ্ধা। জীবনের ঝুঁকি নিয়ে তারা ছাত্র-জনতার পক্ষে লড়াই করেছেন।

সমাজ বিধ্বংসী ঘৃণিত ট্রান্সজেন্ডার মতবাদের বিরুদ্ধে তারা জনগণকে সচেতন করছেন। পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে আসিফ মাহতাব স্যার জেলও খেটেছেন অথচ তাঁদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। অনতিবিলম্বে হত্যার হুমকি দাতাকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে এবং এর পেছনে আর কেউ আছে কিনা তা তদন্ত করতে হবে। একই সাথে তাঁদেরকে নিরাপত্তা দিতে হবে।

শনিবার (২৩ আগস্ট ২০২৫) বিকেল ৩ টায় জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে "ড.সরোয়ার হোসাইন ও লেকচারার আসিফ মাহতাবকে হত্যার হুমকির প্রতিবাদ এবং পতিত সরকার প্রণীত শিক্ষা আইন-২০১৬ নামেমাত্র সংস্কার করে পুনরায় চালু করার প্রচেষ্টার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।

সংগঠনের সেক্রেটারি জেনারেল প্রভাষক ডা. আব্দুস সবুর এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে ' আওয়ামী আমলে প্রণীত শিক্ষা আইন-২০১৬' নামেমাত্র সংস্কার করে বাস্তবায়ন এর প্রচেষ্টা  না চালানোর আহ্বান জানানো হয়।

সেই সাথে নতুন সংস্কার কমিশন গঠন করে  দেশপ্রেমিক, ধর্মপ্রাণ  শিক্ষাবিদদের সমন্বয়ে শিক্ষা আইন, শিক্ষা কারিকুলাম ও সিলেবাস প্রণয়নের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ নেছার উদ্দীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম জাহিদ তিতুমীর, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল আমির হোসাইন, স্কুল বিষয়ক সম্পাদক প্রভাষক সুলতানা আহমেদ, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাস্টার আলতাফ হোসেন গাজী, দপ্তর সম্পাদক প্রভাষক আবু তাহেরসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ