বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭

শিরোনাম :
পাক সেনাবাহিনীকে দায়িত্বশীল ও পরিমিত ভাষা ব্যবহারের আহ্বান জানাল আফগানিস্তান ইত্তিহাদুল উলামা বাড্ডার উদ্যোগে ঐতিহাসিক সীরাত মাহফিল ৯ জানুয়ারি আফগানিস্তানের সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ তুর্কি কোম্পানিগুলোর  শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের খতমে বুখারী ও দোয়া মাহফিল ১২ জানুয়ারি শীতে কেন উপকারী খেজুর গুড় জকসু নির্বাচনে চার কেন্দ্রের শীর্ষ তিন পদে এগিয়ে শিবির জেলা দায়িত্বশীলদের প্রতি জমিয়তের একগুচ্ছ নির্দেশনা ‘জামায়াত আমিরের বক্তব্য অজ্ঞতার শামিল, তওবা করা উচিত’ গণভোটের প্রচারে যুক্ত করা হচ্ছে ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে  বাংলাদেশি সন্দেহে ভারতে ৮ মুসলিমকে মারধর

স্বেচ্ছায় পাথর ফিরিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জেলা প্রশাসনের কঠোর হুঁশিয়ারির পর লুটকৃত সাদাপাথর স্বেচ্ছায় ফিরিয়ে দেওয়া শুরু করেছেন ব্যবসায়ীরা। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ২ লাখ ঘনফুট পাথর ব্যবসায়ীরা ফেরত দিয়েছেন। এ ছাড়া সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকার দুটি ক্রাসার মিল থেকে ৬০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। স্বেচ্ছায় ফেরত ও অভিযানে জব্দ মিলে মোট ২ লাখ ৬০ হাজার ঘনফুট পাথর সাদাপাথর এলাকায় প্রতিস্থাপন করা হয়েছে।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ সারমিন জানান, শনিবার গভীর রাত থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত ধোপাগুলসহ কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ধোপাগুলের একটি ক্রাসার মিল থেকে ৫০ হাজার ও আরেকটি থেকে ১০ হাজার ঘনফুট সাদা পাথর জব্দ করা হয়। এ ছাড়া সাতটি ট্রাকভর্তি ভাঙা পাথর জব্দ করা হয়। ট্রাকের পাথর এখনো পরিমাপ হয়নি। তবে শনিবার রাত থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত ১০০টি ট্রাকযোগে ৫০ হাজার ঘনফুট পাথর সাদাপাথর এলাকায় প্রতিস্থাপন করা হয়েছে। বাকি ১০ হাজার ঘনফুট পাথরও প্রতিস্থাপনের প্রক্রিয়ায় রয়েছে। রাতের মধ্যেই এ পাথর প্রতিস্থাপন সম্পন্ন হবে।

এদিকে, শনিবার এক অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে লুটকৃত পাথর স্বেচ্ছায় ফেরত দিতে সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তার কঠোর হুঁশিয়ারির পর শনিবার রাত থেকে সাদাপাথরে স্বেচ্ছায় ফেরত দেওয়া শুরু হয়। পাথরের মালিকরা নিজেদের খরচে ট্রাক ও ট্রলি দিয়ে পাথর নিয়ে যাচ্ছেন ভোলাগঞ্জে। সেখান থেকে নৌকায় করে সাদাপাথর পর্যটন কেন্দ্রসহ ধলাই নদীর বিভিন্ন স্থানে নিয়ে পাথর প্রতিস্থাপন করছেন।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, রবিবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ব্যক্তি স্বেচ্ছায় প্রায় ২ লাখ ঘনফুট পাথর সাদাপাথর এলাকায় ফেলে এসেছেন। এর মধ্যে কোম্পানীগঞ্জ থেকে ২০ ট্রাক ও সিলেট সদর থেকে ৮ ট্রাক পাথর সাদাপাথর এলাকায় পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, মঙ্গলবার থেকে সিলেটজুুড়ে চিরুণী অভিযান শুরু হবে। পাথর লুটকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। যেখানে যার কাছে লুটকৃত পাথর পাওয়া যাবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ