শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

সিরাতের আলোকে সমাজ গঠন করতে হবে: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সিরাতে রাসুল সা.-এর আলোকে আমাদের সমাজ গঠন করতে হবে। আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতা নেককার ও মুত্তাকি মানুষের হাতে দিতে হবে, যারা আল্লাহভীতি ও ন্যায়ের পথে চলেন।

তিনি বলেন, গত ৫৪ বছরে দেশের সম্পদ লুট হয়েছে। যারা এ সম্পদ লুট করেছে, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারাও প্রকৃত দেশপ্রেমিক নয়। দ্বীনের স্বার্থে এবং বাংলাদেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রামের আন্দরকিল্লা শাহি জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত আয়োজিত পবিত্র মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, যুগ যুগ ধরে এ দেশে ভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে আসছেন। দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। ইসলাম শান্তি, সহনশীলতা ও মানবতার শিক্ষা দেয়।

ধর্ম উপদেষ্টা বলেন, দেশের ইসলামিক দলগুলো সবসময় জনগণের কল্যাণ, সমাজে ন্যায় প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রেখে আসছে। বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য অটুট রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিন্ন মত ও মতাদর্শ থাকলেও বৃহত্তর স্বার্থে ইসলামপন্থী দলগুলোর একত্রিত হওয়া সময়ের দাবি।

ধর্মীয় অধিকার রক্ষা, নৈতিক সমাজ গঠন এবং একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহি জামে মসজিদকে আধুনিক স্থাপত্যশৈলীতে পুনর্নির্মাণের পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, মুসল্লিদের দীর্ঘদিনের চাহিদা পূরণ এবং মসজিদের আদি ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই এ কাজ সম্পন্ন হবে।

মাহফিলে সভাপতিত্ব করেন আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যক্ষ ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। আলোচনা পর্বে অংশ নেন আন্দরকিল্লা শাহি জামে মসজিদের খতিব সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল-মাদানি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ