শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

‘প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা ফ্যাসিস্ট চরিত্রের পুনরাবৃত্তি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে বলেছেন, বুয়েটসহ ইঞ্জিনিয়ারিং বিশ্বিবদ্যালয়গুলোতে দেশের সেরা মেধাবীরা পড়াশোনা করে। তাদের পেশাগত মর্যাদা নিয়ে যে জটিলতা সেটা একদিনে তৈরি হয় নাই বরং বহুদিনের নীতি বিশৃঙ্খলা ও উদাসীনতা এই সমস্যা তৈরি করেছে। রাজনৈতিক সদিচ্ছা থাকলে এবং সংশ্লিষ্টরা সচেতন হলে এই সমস্যার সমাধান আলোচনার টেবিলেই হতে পারতো। ইসলামী আন্দোলন মনে করে, এখনো সময় আছে। আলোচনার টেবিলেই এর সমাধান করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব, বুয়েটের সাবেক শিক্ষার্থী  ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবনে জড়ো হওয়া যেমন বাঞ্ছনীয় না তেমনি প্রকৌশল শিক্ষার্থীদের ওপরে এমন নির্মম পুলিশি হামলাও গ্রহণযোগ্য না। পুলিশ যেভাবে লাঠিপেটা করেছে তা আমাদের ফ্যাসিবাদের কথা মনে করিয়েছে। দেশের সেরা মেধাবীদের সাথে এমন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, প্রকৌশলে যারা ডিপ্লোমা করছেন এবং বিএসসি পড়ছেন তাদের পড়াশোনার বিস্তৃতি, দক্ষতা বিবেচনা করে সকলের জন্য সম্মানজনক ব্যবস্থা করতে হবে দ্রুতই। আমরা আমাদের আর কোন শিক্ষার্থীকে রাস্তায় আন্দোলনরত দেখতে চাই না। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা করুক, গবেষণা করুক। তাদেরকে লাঠিপেটা হতে দেখলে জাতির হৃদয়ে রক্তক্ষরণ হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ