শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন আজ মঙ্গলবার শেষ হয়েছে। সকাল ১০টা হতে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত মাগুরার নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক এম জাহিদ হাসান উভয় পক্ষের বক্তব্য শুনেন। আগামী ১৭ মে এ মামলার রায় ঘোষণা করা হবে বলে জানান বিজ্ঞ বিচারক এম জাহিদ হাসান।

রাষ্ট্রপক্ষের বিশেষ প্রসিকিউটর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত অ্যাটর্নি জেনারেল সমমর্যাদার অ্যাডভোকেট এহসানুল হক সামাজি সাংবাদিকদের জানান, আজ সকালে এ মামলায় অভিযুক্ত সকল আসামিকে কড়া পুলিশি প্রহরায় আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষ থেকে নিযুক্ত আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। তারা সাক্ষী ও দালিলিক প্রমাণাদির উপর যুক্তিতর্ক করেন। 
পাশাপাশি মামলার সব তথ্য প্রমাণাদির ভিত্তিতে আসামিদেরকে সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য আদালতের কাছে প্রার্থনা করেন। আসামি পক্ষের আইনজীবী সোহেল আহম্মদ আদালতে মামলার বিভিন্ন অসংগতি তুলে ধরে আসামিদের নির্দোষ দাবি করে তাদের খালাস চান।

পরে ১৭ মে এ মামলার রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিজ্ঞ বিচারক।

তিনি আরো জানান, আজকের যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা যুক্তিতর্ক সমাপ্ত হল। সোমবার এই মামলায় রাষ্ট্রপক্ষ থেকে প্রথমবারের মত যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। আজ বিজ্ঞ আদালত এই মামলায় ল পয়েন্টের উপরে আমার বক্তব্য শোনার জন্য সুযোগ দিয়েছেন।

সেই হিসেবে আজকে বিজ্ঞ আদালতে শুনানির অবশিষ্ট অংশ আইনি যুক্তি দিয়ে আমি উপস্থাপন করেছি। 

বিজ্ঞ আদালতের কাছে বলেছি, এই মামলায় যে ২৯ জন মৌখিক এবং দালিলিক সাক্ষ্য দিয়েছেন তা পর্যালোচনা করে দেখা যায়, এই মামলায় প্রসিকিউশন তার আনিত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন। আমরা আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ সাজার প্রার্থনা করছি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ