সোমবার, ২৮ জুলাই ২০২৫ ।। ১৩ শ্রাবণ ১৪৩২ ।। ৩ সফর ১৪৪৭

শিরোনাম :
রাষ্ট্রের মূলনীতির ব্যাপারে ঐকমত্য হয়নি : আলী রীয়াজ প্রস্তাবিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়া ঢাকা বিভাগের ৪৭ আসনে জমিয়তের প্রার্থী যারা মাইলস্টোন ট্রাজেডি: নিহত মাসুমা’র দাফন ভোলার বোরহানউদ্দিনে সম্পন্ন আজ ‘একুশের রাতে’ অতিথি ইসলামী আন্দোলনের শাহ ইফতেখার তারিক সৌদির ২৪৪ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হবে ৮ মসজিদ ইসলামি শক্তিকে ক্ষমতায় নিলে মানুষ শান্তিতে থাকবে: পীর সাহেব চরমোনাই শাপলা স্মৃতি সংসদের বৈঠকে শহীদ পরিবারের পুনর্বাসনের সিদ্ধান্ত জুলাই সনদ নিয়ে অগ্রগতিকে স্বাগত জানাল ইসলামী আন্দোলন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৯

ড. মাহমুদুর রহমানের মায়ের জন্য দোয়ার আহ্বান পীর সাহেব দেওনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক ড. মাহমুদুর রহমানের মা বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর ও দেওনার পীর, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী।

সোমবার (২৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “স্বৈরাচারমুক্ত বাংলাদেশের অন্যতম বীর সেনানী, সাংবাদিকতায় কিংবদন্তি পথিকৃৎ ও কারানির্যাতিত মজলুম সাংবাদিক ড. মাহমুদুর রহমান জাতির জন্য সীমাহীন ত্যাগ ও অনন্য ভূমিকা রেখে গেছেন। তিনি যখনই গণমাধ্যম ছিল সরকারের তোষামদে ব্যস্ত, তখন ড. মাহমুদুর রহমান ছিলেন অকুতোভয় কলমযোদ্ধা, যিনি ভারতের আগ্রাসন ও স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীনভাবে লড়াই করেছেন।”

তিনি আরও বলেন, “জুলাই-আগস্ট বিপ্লবের অন্যতম রূপকার ড. মাহমুদুর রহমান প্রবাসে থেকেও জাতিকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তার মা দেশে অবস্থান করে ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়ীত্ব পালনসহ ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখেন। এ কারনে তাকেও স্বৈরাচার সরকার নানাভাবে হয়রানী নিযার্তন করেন।।”

পীর সাহেব দেওনা জানান, “আমি কৃতজ্ঞতার বহিপ্রকাশ হিসেবে আমার মাদরাসায় তার মায়ের জন্য বিশেষ দোয়ার আয়োজন করেছি। দেশের সব মাদরাসা, মসজিদ এবং উলামা-মাশায়েখদের কাছে অনুরোধ করছি—ড. মাহমুদুর রহমানের মায়ের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করুন।”

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান—এই দুর্দিনে জাতির একজন মহান সন্তান ও তার সংগ্রামী মায়ের জন্য সকলে দোয়া ও প্রার্থনায় শামিল হোন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ