মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ।। ১৩ শ্রাবণ ১৪৩২ ।। ৪ সফর ১৪৪৭


চিকিৎসা শেষে দেশে ফিরলেন পীর সাহেব মধুপুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসা শেষে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর ও জমিয়তের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর আজ সোমবার (২৮ জুলাই)   বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

প্রখ্যাত এই আলেম ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলে এবং আল্লাহ তাআলার রহমতে তিনি সুস্থ হয়ে ওঠেছেন।

দেশে ফেরার খবরে তাঁর মুরিদ-অনুরাগী, ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে বিভিন্ন স্থান থেকে উপস্থিত হয়েছেন।

বিমানবন্দরে উপস্থিত ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মাওলানা ফয়জুল্লাহ আশরাফী, মাওলানা হোসাইন আহমাদ ইসহাকী, মাওলানা আবু বকর, মাওলানা নেয়ামতুল্লাহ, মাওলানা মুহাম্মদুল্লাহ ও মাওলানা আবু ইউসুফ প্রমুখ।

শাহ জালাল বিমানবন্দরের কার্যক্রম শেষ করে অপেক্ষমান ভক্তবৃন্দসহ দেশবাসীকে আগামী ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়াত জাতীয় মহা সমাবেশ সফল করতে বিশেষ আহ্বান জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ