শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা ভাঙ্গায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ‘আর্থ-সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সিরাতের বাস্তবায়ন জরুরি’ খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে পীর সাহেব চরমোনাইয়ের আহ্বান খুরশিদ আলম কাসেমীর বাবার ইন্তেকাল, বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের শোক ‘অভিভাবকরা স্কুল বাদ দিয়ে কওমি মাদরাসার দিকে ঝুঁকছেন’ চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার

‘ইসলামী ব্যাংকিংয়ের অগ্রযাত্রা টেকসই করতে শরিয়াহ অডিটর তৈরি করা জরুরি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের শীর্ষ ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা বলেছেন, ইসলামী ব্যাংকিং খাতের অগ্রযাত্রা টেকসই করতে দক্ষ শরিয়াহ অডিটর তৈরির ওপর গুরুত্বারোপ করা জরুরি। এ জন্য দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মেরুল বাড্ডায় আইএফএ কনসালটেন্সির প্রধান কার্যালয়ে সংস্থাটির দশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।

বাংলাদেশের প্রথম শরিয়াহ কনসালটেন্সি ফার্ম আইএফএ কনসালটেন্সি (IFAC) প্রতিষ্ঠার পর থেকে শরিয়াহ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, করপোরেট যাকাত হিসাব, শরিয়াহভিত্তিক বিজনেস প্ল্যান, সুকুক ইস্যু, ডকুমেন্টস রিভিউ, প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— ইস্টার্ন ব্যাংকের EVP ও ডেপুটি চিফ অব ইসলামিক ব্যাংকিং এ.কে.এম মিজানুর রহমান, হেড অব ইসলামিক ফাইন্যান্স কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট মুনির হুসাইন, হেড অব আইডিএলসি ইসলামিক ফিন্যান্স ডিপার্টমেন্ট আব্দুল হান্নান, ইসলামিক ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মশিউর রহমানসহ দেশের বিভিন্ন ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ নির্বাহী ও শরিয়াহ বিশেষজ্ঞবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন আইএফএ কনসালটেন্সির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি আব্দুল্লাহ মাসুম এবং কো-ফাউন্ডার ড. মুফতি ইউসুফ সুলতান। আলোচকরা ইসলামী ব্যাংকিং খাতের বিদ্যমান চ্যালেঞ্জ, শরিয়াহ কমপ্লায়েন্সের বাস্তব সমস্যা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এ সময় বিশেষভাবে উল্লেখ করা হয় যে, দেশের ইসলামী ব্যাংকিং শিল্পে দক্ষ শরিয়াহ অডিটরের ঘাটতি মারাত্মক আকার ধারণ করেছে। এই সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আইএফএ কনসালটেন্সি কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও তারা ইসলামী ব্যাংকিং শিল্পের উন্নয়নে নিয়মিত মতবিনিময় সভা, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ