মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

গত ডিসেম্বরে টঙ্গীর ইজতেমা ময়দানে মারামারির ঘটনায় সাদপন্থীদের দায়ের করা মামলায় হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা মাসউদুল করীম কাসেমীসহ বেশ কয়েকজনকে কারাগারে পাঠানোর আদেশের কিছুক্ষণ পর জামিন দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে গাজীপুরের আদালতে তিনিসহ অন্যরা আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

তবে নেতাকর্মীদের আন্দোলনের মুখে জরুরি ভিত্তিতে আদালত কিছুক্ষণ পর তাদের জামিন মঞ্জুর করেন। তারা হাজতখানা থেকে বিকেলেও মুক্তি পাবেন বলে জানা গেছে। 

মাওলানা মাসউদুল করীম টঙ্গীর প্রভাবশালী আলেম। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলার আহ্বায়ক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও বিভিন্ন দীনি খেদমতে নিয়োজিত। 

গত ডিসেম্বরে জোড় ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা সাদপন্থীদের সঙ্গে শূরাপন্থীদের বিরোধ দেখা দেয়। এ সময় গভীর রাতে সাদপন্থীরা ইজতেমা মাঠ দখল করতে এসে চারজনকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় সাদপন্থীদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের বেশ কয়েকজন নেতা কারাভোগও করেছেন। সেই ঘটনায় সাদপন্থীদের পক্ষ থেকেও মামলা করা হয়। মাওলানা মাসউদুল করীমসহ টঙ্গী-গাজীপুরের অনেক আলেমকে সেই মামলায় আসামি করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ