বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭

শিরোনাম :
‘জামায়াত আমিরের বক্তব্য অজ্ঞতার শামিল, তওবা করা উচিত’ গণভোটের প্রচারে যুক্ত করা হচ্ছে ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে  বাংলাদেশি সন্দেহে ভারতে ৮ মুসলিমকে মারধর নেপালে মসজিদ ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা, কারফিউ জারি ‘জনগণেই সিদ্ধান্ত নেবে আগামী ৫ বছর কে দেশ চালাবে’ বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানের বৈঠক নিয়ে যা জানা গেল পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, রুখে দেয়া হবে: আসিফ মাহমুদ কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করা হবে: হাসনাত আবদুল্লাহ হাদিকে গুলিবর্ষণকারী ফয়সাল এখন কোথায়, জানাল ডিবি সিইসির সঙ্গে ইসলামী আন্দোলনের ঘণ্টাব্যাপী বৈঠক, আলোচনা হলো যেসব বিষয়ে

‘জুলাই অভ্যুত্থানের সেনানীদের ভীত-সন্ত্রস্ত করার হীন অপচেষ্টা রুখে দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান সোমবার (৫ মে) এক বিবৃতিতে জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসেনানী হাসনাত আব্দুল্লাহর ওপরে হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, স্বৈরাচার উৎখাতের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন এবং যারা অংশ নিয়েছেন তাদের ওপরে পতিত ফ্যাসিবাদের অবশিষ্টাংশ হামলা করে ভীত-সন্ত্রস্ত করতে চায়, ক্ষমতা হারানোর প্রতিশোধ নিতে চায়। সেজন্য এই হামলার সাথে জড়িতদের যে কোন মূল্যে আইনের আওতায় আনতে হবে এবং ফ্যাসিবাদের বিচার ত্বরান্বিত করতে হবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না। বরং মাফিয়াদের মতো হিংস্র ও প্রতিহিংসাপরায়ণ। ফলে বিগত পনের বছরের অজস্র পাপ, খুন, গুম ও গণহত্যা নিয়ে তাদের কোন ধরণের অনুশোচনা নাই বরং যারা তাদেরকে অপকর্ম ও পাপাচার রুখে দিয়েছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রতিশোধপরায়ণ হচ্ছে। তারই অংশ হিসেবে হাসনাত আব্দুল্লাহর ওপরে হামলা করা হয়েছে। এটা হতে দেয়া যাবে না। সেজন্য  আওয়ামী লীগের গুটিকয়েক কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করলেই হবে না বরং পাড়ায়-মহল্লায় যারা যারা অত্যাচার-নিপীড়ন ও চাঁদাবাজির সাথে জড়িত ছিল তাদের সবাইকে কার্যকরভাবে আইনের আওতায় আনতে হবে। পতিত ফ্যাসিবাদের হয়ে অপকর্ম করতো এমন কাউকে ছাড় দেয়া যাবে না।

ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, পটুয়াখালীতে এক শহীদের কন্যাকে ধর্ষণ করা ছাড়াও বিভিন্ন যায়গায় জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এবং আত্মত্যাগ করা ব্যক্তি ও পরিবারের ওপরে হামলার খবর পাওয়া গেছে। সেগুলো বিচ্ছিন্ন  কোন ঘটনা না বরং এগুলো আওয়ামী লীগের পরিকল্পিত প্রতিহিংসা চরিতার্থের অংশ। তাই অবিলম্বে জুলাই গণঅভ্যুত্থানে সংশ্লিষ্টদের নিরাপত্তা জোরদার করতে হবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, পতিত ফ্যাসিবাদের মূলহোতা শেখ হাসিনাকে বিচারের আওতায় এনে শাস্তি বাস্তবায়ন করা গেলেই এদের দমন করা সহজ হবে। তাই গণহত্যার বিচারিক কার্যক্রমকে ত্বরান্তিত করুন। এবং যারা আওয়ামী লীগের ব্যাপারে রিকনসিলিয়েশনের কথা বলেন তাদের এখান থেকে শিক্ষা নেয়া উচিৎ। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে অনুতাপ ও অনুশোচনা আসার আগে এই ধরণের আলাপ থেকে বিরত থাকার অনুরোধ করেন ইসলামী আন্দোলনের যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ