সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জুলাই বিপ্লবের বিষয়ে একাডেমিক করাপশন হয়েছে: হাসনাত আবদুল্লাহ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবকে পাঠ্যপুস্তকের বাংলা ও ইংরেজি বইয়ে গল্প ও কবিতা আকারে তুলে ধরা হয়েছে। এটাকে মেইন হিস্টরি হিসেবে তুলে ধরা হয়নি। এটা এক ধরনের একাডেমিক করাপশন। এটা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শনিবার আমার দেশ কনফারেন্স রুমে ‘৩৬ জুলাই ছাত্রজনতার অভ্যুত্থান ২০২৪’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, স্টেট ও ন্যাশন বিল্ডিংয়ের প্রত্যাশাকে সামনে রেখেই জুলাই বিপ্লবের ঘটনা। কিন্তু আজ ৯ মাস অতিবাহিত না হতেই উল্টো দিকে আমরা ফিরে যাচ্ছি। কোনো কোনো মহল উল্টো ন্যারেটিভ তৈরির চেষ্টা করে যাচ্ছে।

তিনি আরো বলে, কোনো কারণে যদি আমরা স্টেট ও ন্যাশন বিল্ডিংয়ের কাজটি না করতে পারি তাহলে এ ব্যর্থতার জন্য ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে দায়ী করবে। সেহেতু আমাদেরকে দেশ ও জাতির স্বার্থে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও কাজটি করে যেতে হবে।

‘৩৬ জুলাই ছাত্রজনতার অভ্যুত্থান ২০২৪’ গ্রন্থটি মুরশিদুল আলম চৌধুরী, আমার দেশ এর সহযোগী সম্পাদক আলফাজ আনাম ও বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন সম্পাদনা করেন।

ঋদ্ধ প্রকাশনের চেয়ারম্যান ও সাবেক সচিব নূরুল আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও সমন্বয়ক এবং ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কাইয়ুম, ইনকিলাব মঞ্চের সভাপতি শরীফ ওসমান হাদি, আমার দেশ এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম. আবদুল্লাহ, আমার দেশ এর সহযোগী সম্পাদক আলফাজ আনাম, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ