শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর একপক্ষীয় নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে: পীর সাহেব চরমোনাই সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি আইনুল হক কাসিমীসহ গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দাবি

হাজারীবাগে উম্মাহ হেল্প ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর হাজারীবাগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উম্মাহ হেল্প ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৮টায় হাজারীবাগের ঝাউচর এলাকায় এ কর্মসুচি পালিত হয়। আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি শায়খ হাফেজ মাওলানা লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজারীবাগ দক্ষিণ থানার আমির জনাব আখতারুল আলম সোহেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উম্মাহ হেল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট কলামিস্ট ও দেশ টিভির ইসলামী জীবন ও জিজ্ঞাসা অনুষ্ঠানের সঞ্চালক মুহাম্মাদ আবদুল কাহহার সিদ্দিকী। সভাপতি তার বক্তব্যে বলেন, উম্মাহ হেল্প ফাউন্ডেশন অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। ইয়াতিম, মিসকিন, অসহায়, দরিদ্র, বিধবা, শারীরিকভাবে কাজ করতে অক্ষম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমাদের পথচলা।  আমাদের সামান্য উপহার  আপনারা সাদরে গ্রহণ করবেন। আপনাদের কষ্টগুলো আমরা বুঝতে পারি কিন্তু আমাদের পর্যাপ্ত সামার্থ নেই। আপনারা দুয়া করবেন। উম্মাহ হেল্প কার্যক্রমে যারা টাকা দিয়ে শ্রম দিয়ে সহায়তা করছেন তাদেরকে ধন্যবাদ  জানিয়েছেন। সেই সাথে তিনি সমাজের সব শ্রেণী ও পেশার বিত্তবান দানশীল মানুষের সহযোগিতা কামনা করেছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসা প্রয়োজন। মানবসেবা ইসলামের অন্যতম শিক্ষা—এই চেতনা থেকেই উম্মাহ হেল্প ফাউন্ডেশন নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণসহ শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

বক্তারা আরও বলেন, এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং দুস্থ মানুষের মাঝে স্বস্তি এনে দেয়।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে উম্মাহ হেল্প ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।

এনএইচ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ