ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সোমবার (১৯ মে) এক বিবৃতিতে নারীবাদী আন্দোলনের নামে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র ও অশ্লীলতার চরম বিস্তারের অভিযোগ তুলেছে। সংগঠনটির মতে, নারী অধিকার সংগঠনগুলোর বর্তমান কার্যক্রম সমাজের নৈতিক ভিত্তি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ পরিস্থিতিতে ষড়যন্ত্রকারী ও অশ্লীলতা প্রচারকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকীর যৌথ বিবৃতিতে বলা হয়, কিছু সংগঠন নারীর স্বাধীনতার নামে পশ্চিমা সংস্কৃতির অনুকরণে সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে এবং ধর্মীয় মূল্যবোধকে ক্ষুণ্ন করছে। এদের কর্মকাণ্ডে যুবসমাজ বিপথগামী হচ্ছে, যা জাতীয় স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করেছে।
নেতৃদ্বয় আরো বলেন, নারী অধিকারের নামে তারা বিকৃত যৌনাচার (এলজিবিটিকিউ) এর বিস্তার করতে চাচ্ছে। তাদেরকে এখনই রুখে দিতে হবে।
বিবৃতিতে সাম্প্রতিক সময়ে নারী অধিকার র্যালি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনৈতিক পোস্টের উদাহরণ টেনে এগুলোর দ্রুত বিচারিক তদন্ত ও শাস্তি নিশ্চিতের আহ্বান জানানো হয়। নেতৃদ্বয় সতর্ক করে বলেন, আমাদের দাবি না মানা হলে সারাদেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে।
এমএইচ/