রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

পাকিস্তানে জোরপূর্বক ইসলামে ধর্মান্তরের বিরুদ্ধে আইন পাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pakistan-flag-3dআওয়ার ইসলাম: ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষায় জোরপূর্বক খ্রিস্টানদের ইসলামে ধর্মান্তরকরণের বিরুদ্ধে একটি বিল পাসে ভোট দিয়েছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের আইন প্রণেতারা। এতে ধর্মীয় সংখ্যালঘু কোনো ব্যক্তিকে কেউ জোরপূর্বক অন্য ধর্মে দীক্ষিত করলে তাকে কারাদন্ড দেয়ার বিধান রাখা হয়েছে। জোরপূর্বক ধর্মান্তরে প্রধান অপরাধীর পাঁচ বছর পর্যন্ত জেল এবং সহযোগীদের তিন বছর পর্যন্ত জেলের বিধান রাখা হয়েছে।
বিলে বলা হয়, ‘জবরদস্তিমূলক ধর্মান্তরকরণ একটি ঘৃণ্য এবং সহিংস অপরাধ এবং বিষয়টি সিন্ধু জুড়ে প্রচলিত হয়ে গেছে তা অবশ্যই নির্মূল করা উচিত। সহনশীলতা, শান্তি এবং সকল ধর্ম ও ব্যক্তিদের সম্মান জানানোর তাগিদে দলমত নির্বিশেষে তাদের ধর্মকে স্বীকৃতি দিতে হবে।’

নতুন এ আইন অনুযায়ী, সদ্য ধর্মান্তরিত প্রাপ্তবয়স্করা তাদের নিজের ইচ্ছার বাইরে অন্য ধর্মে ধর্মান্তরিত হয়েছে তা নিশ্চিত করার জন্য তাদের ২১ দিনের পর্যবেক্ষণে রাখা হবে।খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের অভিযোগ প্রদেশটিতে কিছু মুসলমান দীর্ঘদিন ধরে তাদের (ধর্মীয় সংখ্যালঘুদের) জবরদস্তিমূলক ইসলামে ধর্মান্তরে বাধ্য করছে, বিশেষত যুবতী মেয়েদের।
তাদের অভিযোগ, জোরপূর্বক ইসলামে ধর্মান্তরের কারণে দেশটিতে প্রতি বছর অন্তত ১,০০০ খ্রিস্টান মেয়েরা প্রভাবিত হচ্ছে। নতুন বিশ্বাসের দীক্ষিত করার জন্য অপরাধীরা প্রায়ই তাদের শারীরিক, মানসিকভাবে প্রভাবিত করে থাকে বলে তারা দাবি করেছে।

বিল অনুমোদনে যুক্তরাজ্য ভিত্তিক খ্রিস্টীয় সংগঠন ‘সেন্টার ফর লিগ্যাল এইড’ সিন্ধু প্রদেশের আইনপ্রণেতাদের সাধুবাদ জানিয়েছে।সংস্থার পরিচালক নাসির সাঈদ বলেন, ‘যদিও এ আইনের মাধ্যমে পুরো পাকিস্তানে জোরপূর্বক ধর্মান্তরের প্রবণতা বন্ধ হবে না। তারপরেও এটি দেশটির ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষায় একটি মহান পদক্ষেপ।’
সূত্র: ডেইলি খ্রিস্টান

এম কে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ