বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


রাজশাহীতে ৩ ভারতীয় সীমান্তরক্ষী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ায় তিন বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি।

আজ সোমবার সকাল সাড়ে ৭টায় রাজশাহীর সীমান্ত তাদেরকে আটক করা হয়।

এ নিয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক শামীম উদ্দীন।

তিনি জানান, বিএসএফের তিন সদস্য কুয়াশার মধ্যে ভুল করে বাংলাদেশ সীমানার মধ্যে ঢুকে পড়ে ঘোরাফেরা করতে থাকেন। পরে তাদেরকে আটক করে বিজিবি। পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চর মাঝার দিয়াড় এলাকার ওই স্থানে সীমানা পিলার না থাকায় ভুল করে বিএসএফের তিন সদস্য বাংলাদেশে ঢুকে পড়েন বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ