শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

কাশ্মিরে ইয়াসিন মালিক গ্রেফতার, গৃহবন্দি মীরওয়াইজ ওমর ফারুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জম্মু-কাশ্মির লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) চেয়ারম্যান ইয়াসিন মালিককে গ্রেফতার এবং হুররিয়াত কনফারেন্সের একাংশের প্রধান মীরওয়াইজ ওমর ফারুককে গৃহবন্দি করেছে পুলিশ।

আজ (বুধবার) ইয়াসিন মালিককে গ্রেফতার করে শ্রীনগর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আজ একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাকে শ্রীনগর থেকে গ্রেফতার করে।

তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘কাশ্মিরে একদিকে ভারত সরকার ‘হিলিং টাচ’-’র কথা বলছে, অন্যদিকে, অপারেশন অল আউটের নামে মানুষের ওপরে জুলুম চালানো হচ্ছে। তাদের বিরুদ্ধে যে অত্যাচার চালানো হচ্ছে কাশ্মিরিরা তা সহ্য করবে না।’

মীরওয়াইজ ওমর ফারুক
ইয়াসিন মালিক বলেন, ‘জম্মু-কাশ্মির একটি পুলিশ গ্যারিসন ও বড় কারাগারে পরিণত হয়েছে যেখানে কারো স্বাধীনভাবে কথা বলার অনুমতি নেই।’

তিনি বলেন, দেশের বিভিন্ন কারাগারে বন্দি কাশ্মিরিদের বিভিন্নভাবে সমস্যার মুখে পড়তে হচ্ছে। এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রীকে তিনি একটি চিঠি দিয়েছেন বলেও ইয়াসিন মালিক জানান। আজ ইয়াসিন মালিককে গ্রেফতার করার সময় তার সমর্থকরা আজাদীর সমর্থনে স্লোগানে সোচ্চার হয়ে ওঠেন।

অন্যদিকে, আজ দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলার ত্রালে এ নিয়ে একনাগাড়ে তিন দিন বনধ পালিত হয়েছে। আজ (বুধবার) সেখানকার সমস্ত দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি কার্যালয়সহ গণপরিবহন ব্যবস্থা বন্ধ ছিল। সম্প্রতি ত্রালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন গেরিলা নিহত হওয়ার প্রতিবাদে ওই বনধ পালিত হয়েছে।  সূত্র : পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ