রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

৫১ বছর পর বিশ্ব ইজতেমার ‘ফয়সাল’ হচ্ছেন বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

১৯৬৬ সালে বাংলাদেশে টঙ্গী ইজতেমা শুরু হওয়ার দীর্ঘ  ৫১ বছর পর প্রথমবারের মতো কোনো ইজতেমার ফায়সাল (সিদ্ধান্তদাতা) হতে যাচ্ছেন কোনো বাংলাদেশি। তাবলিগ জামাতের শুরা সদস্যদের থেকে তিনি নির্বাচিত হবেন বলে জানা গেছে।

আজ জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে কাকরাইলের আলেম উপদেষ্টা কমিটি ও ভারত সফরকারী বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এতো দিনের প্রচলিত নিয়ম ছিলো দিল্লি নিজামুদ্দিন মারকাজের আমিরই ইজতেমা বিষয়ক মাশওয়ারার (পরামর্শসভা) আমিরে ফয়সাল বা সিদ্ধান্তদাতা হতেন।

কিন্তু তাবলিগ জামাতের চলমান সংকট ও ভারত সফরকারী প্রতিনিধি দলের প্রতিবেদনের আলোকে নতুন এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে কাকে ফয়সাল মানা হবে সেটি এখনো চূড়ান্ত করা হয়নি।

বৈঠকে প্রতিনিধি দল তাদের প্রতিবেদন উপস্থাপন করেন এবং এ বিষয়ে পর্যালোচনা করা হয়।

উল্লেখ্য, আজ সকাল ৮.০০টায় বৈঠকটি শুরু হয়ে বেলা ১১টা শেষ হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কাকরাইল শুরার ৫ উপদেষ্টা আল্লামা আশরাফ আলী, আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা আবদুল কুদ্দুস, আল্লামা ফরীদ উদ্দীন মাসউদের পক্ষে মুফতি মোহাম্মদ আলী ও মাওলানা আবদুল মালেক।

আরও উপস্থিত ছিলেন, ভারত সফরকারী বাংলাদেশি প্রতিনিধি দলের সদস্যরা। তারা হলেন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা যুবায়ের আহমদ, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, কারী মাওলানা যুবায়ের আহমদ ও মাওলানা জিয়া বিন কাসেম।

এছাড়াও তাবলিগ জামাতের চলমান সংকটের নানা দিক নিয়ে তারা আলোচনা হয় বলে জানা গেছে।

জীবন সাজাতে ইসলামী যিন্দেগী অ্যাপটি ডাউনলোড করুন
শরীরকে ব্যথামুক্ত রাখতে চিকিৎসা নিন আশশিফা হিজামাহ সেন্টারে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ