রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


এবার দুর্নীতির অভিযোগে প্রবাসী সৌদিদের গ্রেফতারের উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

সৌদি আরবের প্রবাসী নাগরিক যারা দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন তাদের তালিকা প্রস্তুত করে গ্রেফতারের উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার। এজন্যে গ্রেফতারি পরোয়ানা তৈরি করার কথা জানিয়েছেন সৌদি পাবলিক প্রসিকিউটর। খবর মিডিল ইস্ট মনিটর -এর।

আলখালিজ অনলাইন ডটনেটের বরাত দিয়ে  মিডিল ইস্ট মনিটর জানিয়েছে,  সৌদি পাবলিক প্রসিকিউটর বলছেন, দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এ অভিযান শেষ না হওয়া পর্যন্ত আটক অব্যাহত থাকবে।

এখনো অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও তারা সৌদি সরকারের কাছে বিষয়টি সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে রাজি হচ্ছেন না।

তিনি বলেন, বিদেশে যেসব সৌদি নাগরিক দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। বিভিন্ন দেশে তাদের গ্রেফতারের জন্যে সৌদি আরবের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা পাঠানো হবে। এই কারণে যে,  তাদের পক্ষে যেন আর ওসব দেশে অবস্থান করা সম্ভব না হয়। তারা যাতে বিচারের সুবিধা পায় সেজন্যে তাদের পক্ষে আইনজীবী নিয়োগের ব্যবস্থা রয়েছে। তদন্ত ও তাদের জিজ্ঞাসাবাদের সময় আইনজীবীরা আদালতে তাদের পক্ষে লড়বেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ