রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


২৯ জানুয়ারি নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ক সমঝোতা বৈঠক, ক্ষমতার ভারসাম্য চান মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

প্রায় এক দশক পর আগামী ২৯ জানুয়ারি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার সংক্রান্ত সমঝোতা বৈঠক হতে যাচ্ছে।  পরিবর্তিত বিশ্বব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য আনতেই এ সমঝোতার উদ্যোগ নেয়া হয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বৈশ্বিক সংগঠনগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে নিরাপত্তা পরিষদের সংস্কার জরুরি।

তিনি আরও বলেন, জাতিসংঘকে আরও গণতান্ত্রিক ও বৈচিত্র্যমণ্ডিত করতেও এটি দরকার।

উন্নয়নশীল দেশের জোট জি-৭৭-এর চেয়ারম্যানের পদ ইকুয়েডরের কাছ থেকে মিসরের গ্রহণ উপলক্ষে গত শুক্রবার আয়োজিত একটি অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে তিনি এই সংস্কারের ডাক দেন।

জাতিসংঘকে আরও গণতান্ত্রিক ও ক্ষমতার ভারসাম্যপূর্ণ করে গড়ে তুলতে এবং এর সব সংস্থার আঞ্চলিক প্রতিনিধিত্বে আরও কার্যকর বৈচিত্র্য আনতে জি-৭৭-এর আকাঙ্ক্ষাকে সমর্থন করেন বলে জানান আন্তোনিও গুতেরেস।

তিনি বলেন, আর অবশ্যই এই আকাঙ্ক্ষার কেন্দ্রে রয়েছে নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়টি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ