আওয়ার ইসলাম:রাজধানীর বনশ্রীতে বাড়ির ছাদে সেলফি তুলতে গিয়ে নিচে পড়ে মাহমুদুল হাসান হৃদয় (২২) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে বনশ্রীর ই-ব্লকের ৮ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় খিলগাঁও মডেল কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া এ তথ্য জানান।
তিনি বলেন, ঈদের রাতে সাড়ে ৭টার দিকে হৃদয় তার ছোট ভাই মেহেদী হাসানকে সাথে নিয়ে ছাদে যান। সেখানে সেলফি তোলার সময় অসাবধানতার কারণে হৃদয় ছাদ থেকে নিচে পড়ে যান।
এএসআই বাবুল আরো বলেন, অচেতন অবস্থায় হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক
আরএম/